ইডেনে দিন-রাতের টেস্টে জয়ের সামনে ভারত, ভারতীয় পেসারদের দাপটে ছত্রভঙ্গ বাংলাদেশ

ইডেনের পিঙ্ক বল টেস্টের দ্বিতীয় দিনেই হারের ভ্রূকুটি বাংলাদেশের সামনে। দ্বিতীয় ইনিংসে ৯ রানে ৩ উইকেট খোয়াল বাংলাদেশ। চা-পান বিরতির আগেই ৭ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও আগুন ঝরাচ্ছেন ভারতীয় পেসাররা। প্রথম ইনিংসে ৫ টি উইকেট তুলে নেওয়া ইশান্ত শর্মা দ্বিতীয় ইনিংসেও বিধ্বংসী ফর্মে। এই ইনিংসে এখনও পর্যন্ত দুটি উইকেট তুলে নিয়েছেন ইশান্ত। এখন ২৩২ রানে পিছিয়ে বাংলাদেশ।
টেস্টের প্রথম দিনেই ভারতীয় বোলারদের সামনে তাসের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার। মাত্র ১০৬ রানে গুটিয়ে যায় ইনিংস। জবাবে ৯ উইকেটের বিনিময়ে ৩৪৭ রান তোলে ভারত। ভারত অধিনায়ক বিরাট কোহালি তাঁর টেস্ট জীবনের ২৭ তম সেঞ্চুরি করে ফেলেন। অধিনায়ক হিসেবে ২০ তম টেস্ট সেঞ্চুরি করে ভেঙে দিলেন রিকি পন্টিংয়ের ১৯ টি সেঞ্চুরির রেকর্ড। পাশাপাশি দিন-রাত্রির টেস্টে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবেও সেঞ্চুরির নজির গড়লেন কিং কোহালি।
এদিকে বাংলাদেশের ব্যাটিং অর্ডারের উপরের যেভাবে আঘাত হানছেন ভারতীয় বোলাররা, তাতে পাঁচ দিনের টেস্ট তৃতীয় দিন অবধি গড়াবে কিনা সন্দেহ।

Comments are closed.