রাজ্যের ১২ লক্ষ মানুষের অ্যাকাউন্টে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের টাকা পাঠানোর কাজ শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। নবান্ন সভাঘর থেকে প্রকল্পের সুবিধা প্রদানের আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র টাকা না দেওয়ায় রাজ্যের নিজস্ব কোষাগার থেকে খরচ করেই প্রকল্প বাস্তবায়িত করছে নবান্ন। এদিন বেশ কয়েকজন উপভোক্তার হাতে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। মোট ১ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে প্রথম কিস্তিতে এক-একজন উপভোক্তা পাবেন ৬০ হাজার টাকা। তবে জঙ্গলমহলের কিছু অঞ্চল সহ দুর্গম এলাকার উপভোক্তারা ১ লক্ষ ৩০ হাজার টাকা করে পাবেন। ইতিমধ্যে প্রতিটি জেলা প্রশাসন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর জন্য প্রয়োজনীয় সমস্ত কাজ এগিয়ে রেখেছে। মুখ্যমন্ত্রীর হাতে প্রকল্পের সূচনা হলেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করবে তারা। ইতিমধ্যে পঞ্চায়েত দপ্তরের তরফে জেলাগুলিকে মোট ৬,৫০০ কোটি টাকা পাঠানো হয়েছে।
Comments are closed.