শনিবার ২২ মার্চ থেকে টানা চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক

শনিবার ২২ মার্চথেকে টানা চারদিন সারা দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। ব্যাঙ্কের কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকলে আগাম সেরে ফেলার চেষ্টা করাই ভালো।
আগামী সোমবার ২৪ এবং পরেরদিন ২৫ মার্চ, দু’দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্কের ন’টি কর্মী এবং আধিকারিকের সংগঠনের মিলিত মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (ইউএফবিইউ)। ব্যাঙ্কের সমস্ত স্তরে পর্যাপ্ত কর্মী নিয়োগ, অস্থায়ী কর্মীদের স্থায়ী করা এবং সপ্তাহে পাঁচদিন ব্যাঙ্ক চালু রাখার মতো বেশ কিছু দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে।
এর ফলে সারা দেশে ব্যাঙ্কের শাখাগুলির পাশাপাশি এটিএম পরিষেবাও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

যে সমস্ত বেসরকারি সংস্থাকে এটিএম দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের সবার কারেন্সি চেস্ট নেই। ২২ মার্চ মাসের চতুর্থ শনিবার এবং ২৩ মার্চ রবিবার হওয়ার কারণে ব্যাঙ্ক এমনিই বন্ধ থাকবে। ২৪ মার্চ থেকে দু’দিন ধর্মঘট হওয়ার কারণে ওই সময় এটিএমগুলিতে টাকা ভর্তি বন্ধ থাকতে পারে। ২৬ মার্চও এটিএম পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগতে পারে। এর ফলে রাজ্যের ৫,৪৩৩-টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা এবং ৭,৬৭২-টি এটিএমের উপর এর প্রভাব পড়তে পারে।

Comments are closed.