জোস রামিরেজ ব্যারেটো। নামটা শুনলেই মোহনবাগান সমর্থকদের হৃদয় আন্দোলিত হয় এখনও। মোহনবাগানের ব্রাজিলিয়ান ‘ঘরের ছেলে’। দীর্ঘদিন সবুজ-মেরুনের সুখ দুঃখের সাথী। বহু ট্রফি জিতেছেন মোহনবাগান জার্সি গায়ে। সমর্থকরা ভালোবেসে নাম দিয়েছিলেন, ‘সবুজ তোতা’। তখন স্লোগান উঠতো, ‘শীত গ্রীষ্ম বর্ষা, সবুজ তোতা ভরসা।’ সেই ব্যারেটো ফিরছেন মোহনবাগানে। এবার কোচ হিসেবে। না, গোটা মরসুমের জন্য নয়। কোচিং এর ইন্টার্নশিপ করতে আসছেন ব্যারেটো। সোমবার থেকে মোহনবাগানের স্প্যানিশ কোচ কিবু ভিকুনার সহকারী হিসেবে কাজ শুরু করবেন তিনি। তবে মাত্র ৬ দিনের জন্য কোচিং করবেন তিনি।
মুম্বইয়ের রিলায়েন্স অ্যাকাডেমিতে চাকরি করেন এই ব্রাজিলিয়ান। সেখান থেকেই এএফসি লাইসেন্স সম্পূর্ণ করেছেন। এবার এ লাইসেন্স করার লক্ষ্য। এর মাঝেই সপ্তাহখানেকের ছুটি পেয়েছেন। তাই এই সময়ে পুরনো ক্লাবে এসে নিজের কোচিংটা ঝালিয়ে নিতে চাইছেন মোহনবাগানের সবুজ তোতা। আর মোহনবাগান কর্তারাও তাঁর প্রস্তাবে সাড়া দিয়েছেন। রাজি হয়েছেন মোহনবাগানের স্প্যানিশ কোচ কিবু ভিকুনাও। সোমবার থেকে মোহনবাগানে ব্যারেটোর ছয়দিনের সংক্ষিপ্ত সেকেন্ড ইনিংস’ শুরু হচ্ছে। আর এই কোচিং ইনিংস ঘিরে সর্মথকরা বেশ উৎসাহী। সবুজ তোতার কোচিং দেখতে সোমবার যে মোহনবাগান মাঠে বেশকিছু সমর্থকের ভিড় হবে তা বলাই বাহুল্য। ব্যারেটো নিজেও প্রিয় ক্লাবে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করতে মুখিয়ে আছেন।
Comments are closed.