পুজোর আগে অস্থায়ী কর্মীদের ধর্মঘটের জেরে রাজ্য পরিবহন ব্যবস্থার একাংশ কার্যত থমকে গিয়েছিল। পুজোয় কী হবে, তা নিয়ে চিন্তিত ছিলেন দফতরের কর্তারা। তবে সব আশঙ্কা কাটিয়ে পুজোর মরশুমে রেকর্ড রোজগার করল রাজ্য পরিবহন দফতর। পুজোর এই ক’দিনে প্রায় আড়াই কোটি টাকারও বেশি রোজগার করেছে রাজ্য পরিবহন পরিবহন দফতর।
জানা গিয়েছে, পুজোর চার দিন প্রায় প্রায় সাতশো থেকে আটশো বাস চলেছে। যেখান থেকে প্রায় দু’কোটি চল্লিশ লক্ষ টাকা মতো রোজগার করেছে পরিবহন দফতর। মাঝে দু’বছর করোনার ধাক্কার জেরে সেই অর্থে রাস্তায় মানুষ বেরোয়নি। তার ওপর পুজোর মুখেই অস্থায়ী পরিবহন কর্মীদের ধর্মঘট ঘিরে বেশ কিছুটা দুশ্চিন্তায় ছিল পরিবহন দফতর। কিন্তু এই আয়ের পরিসংখ্যান থেকে স্বাভাবিকভাবেই উৎসাহী পরিবহন দফতর।
বাসের পাশপাশি পুজোর ক’দিন দফতরের অধীনে থাকা ভেসেল সার্ভিস থেকেও একটি মোটা অঙ্কের আয় হয়েছে বলে খবর। সেই টাকার পরিমাণও প্রায় ১৫ লক্ষ মতো। জানা গিয়েছে, আয়ের পরিমাণ দেখে কালিপুজোতেও বিশেষ বাস চালানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য পরিবহন দফতর। খুব শীঘ্রই এ নিয়ে বিবৃতি জারি হতে পারে বলে খবর।
Comments are closed.