সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন বাদাম কাকু ভুবন বাদ্যকর। বাদাম বিক্রি করতে করতে গান গেয়ে এই মুহূর্তে দেশ ছাড়িয়ে বিশ্বের কয়েক মিলিয়ন মানুষের কাছে জনপ্রিয় হয়েছেন তিনি। বীরভূমের দুবরাজপুরের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা ভুবন বাদ্যকর টাকার বিনিময়ে বাদাম বিক্রি করতেন না। তিনি সিটি গোল্ডের চুরি, বালা, হাঁসের পালক, মাথার চুল নিয়ে মানুষকে কাঁচা বাদাম বিক্রি করেন। সামনেই কলকাতা পুরসভার ভোট। ভোটের ময়দানেও তৃণমূলের হয়ে প্রচারে দেখা গিয়েছে বাদাম কাকুকে। এবার ক্রিকেট মাঠের ময়দানে দেখা গেল পরিচিত ভুবন বাদ্যকরকে।
পূর্ব বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের দান্য ময়দানে তিন দিনের নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। সঞ্জয় ও বিশাল মেমোরিয়াল ট্রফির চূড়ান্ত পর্যায়ের খেলার দিন হাজির হন বাদাম কাকু। ABCD প্যান্থার্স ক্লাব কলকাতা এবং সোনামুখী ক্রিকেট অ্যাকাডেমি বাঁকুড়ার মধ্যে চূড়ান্ত পর্যায়ের খেলা ছিল। খেলার প্রতি সাধারণ মানুষকে উৎসাহ দিতে এবং খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগাতে খেলার মাঠে হাজির হন তিনি। জানা গিয়েছে, পাণ্ডবেশ্বর পুলিশের উদ্যোগে ভুবন বাদ্যকরকে নিয়ে এসে ফুলের মালা ও স্মারক দিয়ে বিশেষ সম্মান জানানো হয়।
ভুবন বাদ্যকর জানিয়েছেন, যিনি আমার গান গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছেন, ওনাকে অনেক ধন্যবাদ। আমি কোনওদিন ভাবিনি আমার গান সকলের কাছে পৌঁছে যাবে। আমি সবার কাছে এত ভালোবাসা পাব। তবে আর্থিক কষ্ট এখনও রয়েছে বলে জানান ভুবন বাদ্যকর। বলেন, কারোর কাছে সেইভাবে আর্থিক সাহায্য পাচ্ছি না। কিন্তু ভালোবাসা পাচ্ছি অনেক। এখন সবার কাছে পরিচিত পাওয়ার পর বাদাম বিক্রিও কমে গেছে। তাই পরিবারের লোকদের কষ্ট কিছু কমেনি।
Comments are closed.