অষ্টম দফায় ভোট বীরভূম জেলার ১১ আসনে। এই আসনগুলি দুবরাজপুর, সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, হাসন, নলহাটি, মুরারই,বোলপুর, নানুর, লাভপুর,ময়ূরেশ্বর।
দেখে নেব এই আসনগুলিতে ২০১৬ আর ২০১৯ সালের ফল কী ছিল?
দুবরাজপুর বিধানসভা আসনে ২০১৬ সালে জয়ী হন তৃণমূলের নরেশ বাউরি। ২০১৯ লোকসভায় ১৫ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি।
এবার এই কেন্দ্রে বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা। তৃণমূল প্রার্থী দেবব্রত সাহা। ফরওয়ার্ড ব্লক প্রার্থী বিজয় বাগদি।
সিউড়ি আসনে ২০১৬ সালে জয় পান তৃণমূলের অশোককুমার চ্যাটার্জি। ২০১৯ সালে এই কেন্দ্রে ৯ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি।
এবার এই কেন্দ্রে বিজেপি প্রার্থী জগন্নাথ চ্যাটার্জি। তৃণমূল প্রার্থী বিকাশ রায়চৌধুরী। কংগ্রেস প্রার্থী চঞ্চল চ্যাটার্জি।
সাইথিঁয়া বিধানসভা সিটে ২০১৬ সালে জয়লাভ করেন তৃণমূলের নীলাবতি সাহা। লোকসভার পর হাজার ভোটের ব্যবধানে এগিয়ে বিজেপি।
এবার বিজেপি প্রার্থী পিয়া সাহা। তৃণমূল প্রার্থী নীলাবতী সাহা। সিপিএম প্রার্থী মৌসুমী কোনাই।
রামপুরহাট আসনে ১৬ সালে জেতেন তৃণমূলের আশিস ব্যানার্জি। লোকসভায় ১৩ হাজার ভোটে লিড বিজেপির।
এখানে এবার তৃণমূল প্রার্থী আশিস ব্যানার্জি। বিজেপি প্রার্থী শুভাশিষ চৌধুরী। সিপিএম প্রার্থী সঞ্জীব বর্মণ।
হাসন কেন্দ্রে কংগ্রেসের মিলটন রশিদ জয়লাভ করেন। লোকসভায় ৩০ হাজার ভোটে এগিয়ে তৃণমূল।
এই কেন্দ্রে বিজেপি প্রার্থী নিখিল ব্যানার্জি। তৃণমূল প্রার্থী অশোক কুমার চ্যাটার্জি। কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ।
নলহাটি আসনে ১৬ সালে জেতেন তৃণমূলের মইনুদ্দিন শামস। ২০১৯ সালে প্রায় ৩০ হাজার ভোটের লিড আছে তৃণমূলের।
এই কেন্দ্রে বিজেপি প্রার্থী তাপস কুমার যাদব। ফরওয়ার্ড ব্লকের প্রার্থী দীপক চ্যাটার্জি। তৃণমূল প্রার্থী রাজেন্দ্র প্রসাদ সিংহ।
২০১৬ সালে মুরারই বিধানসভা আসনে তৃণমূলের আব্দুর রহমান জয়ী হন। ২০১৯ লোকসভায় প্রায় ৭০ হাজার ভোটের লিড আছে তৃণমূলের।
এবার তৃণমূল প্রার্থী মোশারফ হোসেন। বিজেপি প্রার্থী দেবাশিস রায়। কংগ্রেস প্রার্থী আশিফ একবাল।
বোলপুর বিধানসভায় ২০১৬ সালে তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিনহা জিতেছিলেন। ২০১৯ সালের লোকসভায় এই কেন্দ্রে ১০ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল।
এবার বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিংহ। আরএসপি প্রার্থী তপন হোড়।
নানুর আসনে ১৬ সালে জেতেন সিপিএমের শ্যামলী প্রধান। ২০১৯ লোকসভায় ১০ হাজার ভোটে এগিয়ে তৃণমূল।
এবার বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহা। তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাজি। সিপিএম প্রার্থী শ্যামলী প্রধান।
২০১৬ সালের বিধানসভা ভোটে লাভপুরে জেতেন তৃণমূল প্রার্থী মনিরুল ইসলাম। ২০১৯ সালের লোকসভার পর এই কেন্দ্র ৪ হাজার ভোটে এগিয়ে তৃণমূল।
এবার বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মণ্ডল। তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহ। সিপিএম প্রার্থী সেদ মহফুজুল করিম।
ময়ুরেশ্বর কেন্দ্রে ২০১৬ সালে জিতেছিলেন তৃণমূলের অভিজিত রায়। ২০১৯ সালে এই কেন্দ্রে ২ হাজার ভোটে এগিয়ে বিজেপি।
এখানে এবার বিজেপি প্রার্থী শ্যামাপদ মণ্ডল। তৃণমূল প্রার্থী অভিজিৎ রায়।
Comments are closed.