তৃণমূলের হয়ে কাজ! ৩ পুলিশ অফিসারের অপসারণের দাবিতে সিপিকে চিঠি বিজেপির

অভিযোগ সুব্রত বক্সীর বিরুদ্ধেও

কলকাতা পুলিশের তিন অফিসার এবং তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিল বিজেপির নির্বাচনী কমিটি।

ওই চিঠিতে বিজেপি জানায়, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নামে পুলিশ কর্মীদর ভোটার আইডি কার্ড, আধার কার্ড জমা নেওয়া হচ্ছে। অভিযোগ, পুলিশ কর্মীদের পোস্টাল ব্যালট ভোটে কারচুপির উদ্দেশ্যে তৃণমূলের হয়ে এই কাজ করা হচ্ছে। এই কাজের নেতৃত্ব দিচ্ছেন ইন্সপেক্টর শান্তনু সিনহা রায়। তাঁকে এই কাজে সাহায্য করছেন এসআই তপন কুমার মাইতি, এসআই বিজিতাশ্ব রাউত। এই তিন অফিসারকে এখুনি সাসপেন্ড করে তদন্ত শুরু করার আর্জি জানিয়ে কলকাতার নগরপালকে চিঠি লিখেছেন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত, বিধায়ক সব্যসাচী দত্ত, এবং শিশির বাজোরিয়া।

[আরও পড়ুন- মাস পয়লায় আরও ২৫ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম]

সেই সঙ্গে বিজেপির অভিযোগ, ১৩ ফেব্র্রুয়ারি উত্তীর্ণয় একটি মিটিং-এ দেখা যায় তৃণমূলের পতাকা হাতে কিছু পুলিশ কর্মীকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। গোটা ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজেপি দাবি জানিয়েছে যাতে দ্রুত এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়।

Comments are closed.