তোলপাড় শুরু হতেই বিজেপির রাজু ব্যানার্জির অ্যাকাউন্ট থেকে ভ্যানিশ ‘শীতলকুচি’র ভিডিও!

মঙ্গলবার বেলা ২.৩০ নাগাদ কামারহাটি বিধানসভার প্রার্থী রাজু ব্যানার্জি ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটি শীতলকুচির বলে দাবি বিজেপি প্রার্থীর।
ভিডিওটির ক্যাপশনে লেখেন, মাননীয়ার উস্কানিতে জওয়ানদের উপর চড়াও হন দামাল ভাইবোনেরা।

এদিকে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের দাবি, বিজেপি প্রার্থীর শেয়ার করা ভিডিওটি লোকসভা ভোটের সময়ের। এটি আদৌও ১০ এপ্রিল শীতলকুচির ভিডিও নয়। ফেক ভিডিও ছড়ানোর জন্য বিজেপি প্রার্থীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন কুণাল ঘোষ।

আমরা এই খবর প্রকাশ করার পরেই, রাজু ব্যানার্জির ফেসবুক থেকে ভ্যানিশ হয়ে যায় ‘শীতলকুচি’র ভিডিও।  তৃণমূলের কটাক্ষ, ফেক ভিডিও শেয়ার করে হাতে নাতে ধরা পড়েছেন রাজু ব্যানার্জি। 

রাজু ব্যানার্জির শেয়ার করা ভিডিওটির সত্যতা যাচাই করেনি TheBengalStory.

Comments are closed.