শীতলকুচি কাণ্ডে CID এর নজরে কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপার

শীতলকুচি কাণ্ডে কোচবিহারের তৎকালীন পুলিশ সুপার দেবাশিস ধরকে তলব করল সিআইডি। সোমবারই মাথাভাঙার আইসিকে দু’ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিআইডি। সূত্রের খবর, জেরায় উঠে আসে দেবাশিস ধরের নাম। এরপরই তাঁকে তলব করে সিআইডি।

চতুর্থ দফার ভোটের দিন শীতলকুচিতে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। গুলিতে প্রাণ হারান ৪ জন স্থানীয় বাসিন্দা। এরপরেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সিট গঠন করে তদন্তে নেমে ২ অফিসার সহ কেন্দ্রীয় বাহিনীর ৬ জওয়ানের সঙ্গে মাথাভাঙার সাব ইন্সপেক্টরকেও তলব করেছিল সিআইডি। কেন্দ্রীয় বাহিনীর দলে ছিলেন সিআইএসএফের এক ডেপুটি কমান্ড্যান্ট, একজন ইন্সপেক্টর পদ পর্যাদার অফিসার এবং বাকি চারজন কন্সটেবল। এছাড়াও মাথাভাঙা থানার আইসিকেও তলব করা হয়েছিল। এবার সেই তালিয়ায় যোগ হল কোচবিহারের সদ্য প্রাক্তন এসপি দেবাশিস ধরের নাম।

Comments are closed.