সর্বভারতীয় সহ সভাপতির পদ থেকে সরানো হল দিলীপ ঘোষকে। শনিবার বিজেপির কেন্দ্রীয় কমিটির তরফে শীর্ষ সাংগঠনিক পদের একটি তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় বাংলা থেকে একমাত্র নাম রয়েছে অনুপম হাজরার। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। তাঁকে সেই পদ থেকে সরানো হয়েছে।
রাজ্য বিজেপির একটি সূত্রে দাবি, চব্বিশের লোকসভা ভোটের আগে বাংলা থেকে একজনকে কেন্দ্রীয় মন্ত্রী করা হতে পারে। সেই তালিকায় দিলীপ ঘোষের নাম থাকতে পারে। তবে অন্য একটি সূত্রের এটাও দাবি, লোকসভা ভোটের আগে সাংসদরা নিজের সংসদীয় ক্ষেত্রে যাতে আরও বেশি সময় দিতে পারেন সে কারণেই সংগঠনের এই রদবদল। বিজেপির কেন্দ্রীয় কমিটির একটি সূত্রের দাবি, দিলীপ ঘোষ মন্ত্রিসভায় যাচ্ছেন কিনা, তা নিয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত হয়ে যাবে।
তবে একাংশের এটাও দাবি, রাজ্য বিজেপির সভাপতির মধ্যে সব থেকে সফল দিলীপ ঘোষ। তাঁর সভাপতিত্বেই রাজ্য বিজেপির বিধায়ক সংখ্যা ৩ থেকে ৭৭ হয়েছে। যদিও সম্প্রতি দিলীপ ঘোষের বেশ কিছু মন্তব্য নিয়ে বিজেপির অন্দরেই সমালোচনার ঝড় উঠেছিল। কেন্দ্রীয় নেতৃত্বের তরফে সচেতন করে মেদনীপুরের সাংসদকে চিঠিও লিখেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। যদিও তার পরেও দিলীপ ঘোষ মন্তব্য করা থেকে বিরত থাকেননি। পদ থেকে সরানোর এটিও একটি কারণ হতে পারে বলে অনেকে মনে করছেন।
Comments are closed.