মুকুল রায়কে PAC চেয়ারম্যান করার প্রতিবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, বিজেপি’র কোনও বিধায়কই বিধানসভার কোনও কমিটির চেয়ারম্যান পদ গ্রহণ করবে না। পাশাপাশি মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের লড়াই যে তিনি ছাড়ছেন না, তাও ঘোষণা করেছিলেন। এবার শাসকদলের উপর আরও চাপ বাড়ানোর কৌশল নিল গেরুয়া শিবির।
সূত্রের খবর, ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার বিধানসভার ৯ টি কমিটির চেয়ারম্যান পদ থেকে একে একে ইস্তফা দেবেন বিজেপি বিধায়কেরা। অধ্যক্ষ বিমান ব্যানার্জির কাছে ইস্তফা পত্র জমা দেবেন তাঁরা।
জানা যাচ্ছে, এরপর বিরোধী দলনেতার নেতৃত্বে সমস্ত বিধায়ক রাজভবনে যাবেন মঙ্গলবারই। মুকুল রায়কে PAC চেয়ারম্যান করা নিয়ে জগদীপ ধনখড়ের কাছে নালিশ জানাবেন। অধ্যক্ষ বিমান ব্যানার্জির ভূমিকা নিয়েও অভিযোগ জানাবেন তাঁরা।
মুকুল রায়কে PAC চেয়ারম্যান করা হবে, তা একপ্রকার নিশ্চিত জেনেই বিজেপি ত্যাগের পর থেকেই তাঁর বিধায়কপদ খারিজের জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন নন্দীগ্রামের বিধায়ক। চেয়ারম্যান হিসেবে মুকুল রায়ের নাম ঘোষণা করার পর শাসক দলের তীব্র সমালোচনা করেছিলেন। তাঁর কথায়, সংসদীয় গণতন্ত্রের সমস্ত রীতিনীতি ভেঙে অধ্যক্ষ মুকুল রায়কে চেয়ারম্যান করেছেন। সেই সঙ্গে শুভেন্দুর হুঁশিয়ার, মুকুল রায়ের বিধায়ক পদ বাতিল করতে তিনি আদালতেও যাবেন।
এদিকে পাল্টা ঘাসফুল শিবিরের ব্যাখ্যা, মুকুল রায় এখনও খাতায় কলমে কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক। সেদিক থেকে PAC চেয়ারম্যান নির্বাচনের ক্ষেত্রে কোনও রীতি ভাঙা হয়নি।
Comments are closed.