ধাক্কা বিজেপির, ঝাড়খণ্ডে সরকার গড়ার দিকে এগোচ্ছে জেএমএম-কংগ্রেস জোট, বিজেপির মুখ্যমন্ত্রী রঘুবর দাসও পিছিয়ে

ঝাড়খণ্ডে সরকার গড়ার স্বপ্ন থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে বিজেপি। শেষ পাওয়া খবর পর্যন্ত ঝাড়খণ্ডের ৮১ টি আসনের মধ্যে জেএমএম-কংগ্রেস জোট এগিয়ে রয়েছে ৪৬ টি আসনে। বিজেপি এগিয়ে ২৪ টি আসনে। আরও তাৎপর্যপূর্ণভাবে পিছিয়ে রয়েছেন রাজ্যের বিজেপির মুখ্যমন্ত্রী রঘুবর দাস।
দুপুর সাড়ে ৩ টে পর্যন্ত ঝাড়খণ্ডে গণনার যা প্রবণতা, সরকার গড়া রীতিমতো কঠিন বিজেপির। নাগরিকত্ব আইন পাসের আবহেই নির্বাচন হয় ঝাড়খণ্ডে। এই রাজ্যের প্রচারে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন, ২০২৪ সালের মধ্যে সারা দেশে এনআরসি হবে। নাগরিকত্ব আইন নিয়ে তীব্র আন্দোলন শুরু হয়েছে দেশে। এর মধ্যেই ঝাড়খণ্ডে বড়সড় ধাক্কা খেতে চলেছে বিজেপি। যদিও ফলাফল বেরনোর মাঝেই বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, এনআরসির সঙ্গে ঝাড়খণ্ডের ফলের কোনও সম্পর্ক নেই। তবে কংগ্রেস সহ বিরোধী শিবিরের দাবি, নাগরিকত্ব আইন এবং এনআরসি দেশের মানুষ প্রত্যাখ্যান করছেন। তারই প্রতিফলন হয়েছে এই রেজাল্টে।

(ঝাড়খণ্ডের পূর্ণাঙ্গ ফলাফল এলেই আমরা তা আপডেট করব)

Comments are closed.