কিন্তু প্রিওয়েডিং ফটোশুটে এমন অভিনব ভাবনা কীভাবে এল? হবু দম্পতি জানিয়েছেন, কেন্দ্রের নয়া বিল ও এনআরসি-র বিরুদ্ধে তাঁরা। ১৫ ডিসেম্বর দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত পড়ুয়াদের উপর পুলিশি আক্রমণের পর প্রিওয়েডিং ফটোশুটেই নিজেদের অবস্থান জানানোর জন্য এই পরিকল্পনা নেন তাঁরা(Couple Protest)। কেরল শিশু কল্যাণ দফতরের কোষাধ্যক্ষ অরুণ গোপীর কথায়, ছোট থেকেই আমি রাজনীতি সচেতন। কেন্দ্রের এনআরসি ও নাগরিকত্ব আইনের সর্বতোভাবে বিরোধিতা করি। সাংবাদিক হিসেবে বহু সংবাদমাধ্যমে কাজ করেছেন আশা শেখর। বর্তমানে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন তিনি। তাঁর কথায়, আমরা দু’জনেই চেয়েছিলাম এনআরসি ও সংশোধনী নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সদর্থক প্রতিবাদ জানাতে। কিন্তু ভাবিনি, সোশ্যাল মিডিয়ায় এত গভীর প্রভাব ফেলবে আমাদের ছবি। অরুণ বলেন, এখনও পর্যন্ত কোনও নেতিবাচক প্রতিক্রিয়া পাইনি। খুব ভালো লাগছে। কেন্দ্রের এই আইন প্রত্যাহার করা হলেই তাঁদের এই প্রয়াস স্বার্থক হবে বলে জানান কেরলের হবু দম্পতি।
কিন্তু প্রিওয়েডিং ফটোশুটে এমন অভিনব ভাবনা কীভাবে এল? হবু দম্পতি জানিয়েছেন, কেন্দ্রের নয়া বিল ও এনআরসি-র বিরুদ্ধে তাঁরা। ১৫ ডিসেম্বর দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত পড়ুয়াদের উপর পুলিশি আক্রমণের পর প্রিওয়েডিং ফটোশুটেই নিজেদের অবস্থান জানানোর জন্য এই পরিকল্পনা নেন তাঁরা(Couple Protest)। কেরল শিশু কল্যাণ দফতরের কোষাধ্যক্ষ অরুণ গোপীর কথায়, ছোট থেকেই আমি রাজনীতি সচেতন। কেন্দ্রের এনআরসি ও নাগরিকত্ব আইনের সর্বতোভাবে বিরোধিতা করি। সাংবাদিক হিসেবে বহু সংবাদমাধ্যমে কাজ করেছেন আশা শেখর। বর্তমানে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন তিনি। তাঁর কথায়, আমরা দু’জনেই চেয়েছিলাম এনআরসি ও সংশোধনী নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সদর্থক প্রতিবাদ জানাতে। কিন্তু ভাবিনি, সোশ্যাল মিডিয়ায় এত গভীর প্রভাব ফেলবে আমাদের ছবি। অরুণ বলেন, এখনও পর্যন্ত কোনও নেতিবাচক প্রতিক্রিয়া পাইনি। খুব ভালো লাগছে। কেন্দ্রের এই আইন প্রত্যাহার করা হলেই তাঁদের এই প্রয়াস স্বার্থক হবে বলে জানান কেরলের হবু দম্পতি।