২৭ কোটির বই বিক্রি, রেকর্ড গড়ল কলকাতার ৪৬ তম বইমেলা

শেষ হল কলকাতা বইমেলা। রবিবার রাত ৮.৩০ নাগাদ ঘণ্টা বাজিয়ে ৪৬ তম বইমেলার সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন পাবলিশার্স এবং বুকসেলার্স  গিল্ড কর্তা ত্রিদিব কুমার চ্যাটার্জি, মন্ত্রী ফিরহাদ হাকিম, সুজিত বসু, বিধাননগর পুরসভার চেয়ারম্যান কৃষ্ণা চক্রবর্তী ছাড়া আরও অনেকে। রবিবার বইমেলা সমাপ্তির দিন হাজির ছিলেন হাজারো বইপ্রেমী মানুষ।

বইমেলায় গত বছর ২৩ কোটি টাকার বই বিক্রি হয়েছিল। এই বছর বিক্রি হয়েছে প্রায় ২৭ কোটি টাকার বই। এদিন প্রচুর মানুষের ভিড় হয় মেলা প্রাঙ্গণে। সল্টলেকের করুণাময়ী মেট্রো স্টেশন, বাসস্ট্যান্ডে সকাল থেকেই বহু মানুষ ভিড় জমাতে থাকে। মেলার প্রতিটি স্টলে বইপ্রেমীদের ভিড় ছিল।  বই কেনার পর পেটপুজোর জন্য খাবারের দোকানেও ভিড় ছিল প্রচুর।

গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চ্যাটার্জি বলেন, এইবার বইমেলায় রেকর্ড সংখ্যক ভিড় হয়েছে। বই বিক্রি হয়েছে রেকর্ড সংখ্যায়। বইয়ের বিকল্প কিছু হয় না। সেটা ফের প্রমাণিত হয়েছে। তিনি জানান,  বাংলাদেশ প্যাভিলিয়ন থেকেই শুধু ১ কোটি টাকার বই বিক্রি হয়েছে। গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে বলেন, আজ মনে হচ্ছে বিজয়া দশমী। বইমেলার প্রতিটি দিনে ব্যস্ত থাকি। কিন্তু আজ সব ব্যস্ততার অবসান। মনটা ভারাক্রান্ত।

উল্লেখ্য, বিগত সব বইমেলার রেকর্ড ভেঙে এবারের বইমেলায় আগত লোকসংখ্যা ২৬ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। এদিন বইমেলার সমাপ্তি ঘোষণা করে গিল্ডের তরফ থেকে  জানানো হয়, পরবর্তী বইমেলার প্রথম সাংবাদিক বৈঠকে হবে নভেম্বর মাসে।

Comments are closed.