১৪০টি ‘কাপ’ দিয়েই মেসিকে অভিনব শ্রদ্ধা; হাওড়ার যুবকের ‘ম্যাজিক’ ভাইরাল নেট পাড়ায় 

রবিবারের রাত। ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা ততক্ষণে বিশ্বকাপ জয়ী। দুনিয়া জুড়ে মেসি ভক্তরা তখন উচ্ছাসে ফেটে পড়েছে। আর্জেন্টিনা থেকে হাজার হাজার মাইল দূরে কলকাতাও যেন এক টুকরো আর্জেন্টিনা। চারিদিকে বাজি ফাটছে, মাঝ রাতে রাস্তায় নেমে মেসির কাপ জয় উদযাপন করছে কার্যত গোটা পশ্চিমবঙ্গ। ঠিক সে সময় হাওড়ার বাগনানের এক যুবক রং, তুলি, কাগজ থুড়ি ‘কাপ’ নিয়ে বসে পড়ছেন। উদ্দেশ্য, একটু অন্যরকমভাবে ফুটবলের জাদুকরকে শ্রদ্ধা জানাবেন। জয়ের আনন্দে বাকিদের মতো উদযাপনের পথে না হেঁটে রং তুলে নিয়ে বসলেন মেসির ছবি আঁকতে। বলা ভালো মেসির ছবি তৈরি করতে। যে ছবিকে এক নজরে দেখলে মেসি বলে চেনার কোনও উপায় নেই, কিন্তু একটু ওপর থেকে দেখলেই আর্জেন্টিনার মহাতারকা ফুটে উঠছে ১৪০ টি কাপ আর রঙের সমন্বয়ে। ইতিমধ্যেই তাঁর এই ‘ম্যাজিক’ মেসি ভক্তদের মন জয় করে নিয়েছে। 

হাওড়ার বাগনানে থাকেন সৌরভ সামন্ত। The Bengal story-কে জানালেন, সবার মতো তিনিও মেসি ভক্ত। মেসির ছবি আগেও এঁকেছেন। তবে এবারে অন্যরকম কিছু করার পরিকল্পনা ছিল। তাঁর কথায়, খেলা শেষ হতেই আর সময় নষ্ট করিনি। কাপগুলো আগেই কেনা ছিল। রং নিয়ে বসে পড়লাম। জানা গেল, বিশ্বকাপ জয়ের রাতেই প্রায় সারারাত জেগে মেসির এই অভিনব প্রোট্রেটটি তিনি তৈরি করেছেন। 

মেসি ভক্ত সৌরভ অঙ্কের ছাত্র। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অঙ্ক নিয়ে গ্রাজুয়েশন করেছেন। আঁকার কোনও প্ৰথগত শিক্ষা নেই। এক প্রকার নিজের চেষ্টায় ছবি আঁকা শিখেছেন। বর্তমানে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। সঙ্গে বাগনান কলেজের সামনেই বাবার একটি ছোট্ট জামা কাপড়ের দোকানেও বাবার কাজে সাহায্য করেন।

ছবি আঁকাকে কখনও পেশা হিসেবে নেওয়ার কথা ভেবেছেন? দেখুন, ছোট থেকেই পড়াশোনা নিয়েই ছিলাম। তার ফাঁকেই সময় বের করে ছবি আঁকতাম। পেশা যে করবো তেমনটা ভাবার সুযোগই পাইনি। আগে ছাত্র পড়তাম। এখন এই বাবার দোকান আর চাকরির পরীক্ষার জন্য নিজেকে তৈরি।

 

কথায় কথায় জানালেন, ২১০ ML’র মোট ১৪০ টি কাগজের গ্লাস লেগেছে তাঁর এই ছবিটি তৈরি করতে। সেই সঙ্গে তাঁর আরও সংযোজন, আসলে ভেবেছিলাম একই ছবিতে তিনটি জিনিস ধরা থাকবে। একদিক থেকে ছবিটি দেখলে, এলএম-১০ দেখা যাবে, অন্যদিক থেকে বিশ্বকাপ আর একটু পাশ থেকে দেখলে মেসি। বিশ্বকাপের পর্যায়টা এখনও শেষ করে উঠতে পারিনি। সেই সঙ্গে সৌরভ আরও জানান, সম্প্রতি তাঁর ছবি নিয়ে একটি প্রদর্শনী হওয়ারও কথা চলছে। ভবিষৎতে আরও এরকম অন্যধরণের কাজ করারও স্বপ্ন দেখেন অঙ্কের ছাত্র সৌরভ সামন্ত। 

Comments are closed.