বর্তমান সময়ে যোগাযোগের কার্যত প্রধান মাধ্যমই হয়ে উঠেছে Whatsapp. প্রযুক্তির দুনিয়ায় এই অ্যাপ ছাড়া এক পাও চলা একপ্রকার মুশকিল। তবে এখন অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে একাধিক নিয়মে বদল আনা হয়েছে। যে নিয়মগুলো আপনারা জানা অত্যন্ত জরুরি। নিয়ম ভাঙলে আপনার অ্যাকাউন্টই ব্লক হয়ে যেতে পারে। এমনকী হাজতবাস পর্যন্ত হতে পারে।
হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আপনি একসঙ্গে একাধিক মানুষকে ম্যাসেজ করতে পারেন। যার ফলে অনেক সময় ভুয়ো ম্যাসেজ, উস্কানি মূলক বার্তা ছড়াতেও অনেকে এর ব্যবহার করে থাকে। ফেসবুকের পাশপাশি হোয়াটসঅ্যাপেও জন্য এবারে একাধিক ক্ষেত্রে নিয়মের বেশ কড়াকড়ি করা হয়েছে।
ম্যাসেজিং অ্যাপের নয়া নিয়ম অনুযায়ী, আপনি এমন কোনও ছবি বা ভিডিও অপনার পরিচিত কাউকে বা কোনও গ্রুপে বা অপরিচিত কাউকে শেয়ার করতে পারবেন না যার ফলে সমাজের কোনও সম্প্রদায় বা কোনও গোষ্ঠীর ভাগবেগে আঘাত লাগে। এমনকী পরিচিত বা অপরিচিত কাউকেও কোনও আপত্তিকর ভিডিও বা ছবি পাঠাতে পারবেন না।
Whatsapp-এর এই নিয়ম ভাঙলে ম্যাসেজিং অ্যাপের তরফে আপনার অ্যাকাউন্টটিকে চিহ্নিত করে ব্লক করে দেওয়া হবে। চলতি মাসে এরকম কয়েক লক্ষ অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। এছাড়াও ধর্মীয় বিশ্বাসে আঘাত করে, হিংসায় উস্কানি দেয় এমন কোনও ম্যাসেজ, ভিডিও কোনও ব্যক্তি শেয়ার করলে এবার থেকে Whatsapp-এর তরফ থেকেই সেই ব্যক্তিকে চিহ্নিত করে পুলিশে অভিযোগ জানানো হবে। যার ফলে জেলও হতে পারে আপনার। সুতরাং এখন থেকে কোনও খবর, ভিডিও, ছবি শেয়ার করার আগে Whatsapp-এর নতুন নিয়মগুলোতে একবার চোখ বুলিয়ে নেবেন। না হলেই বিপদ।
Comments are closed.