প্রার্থী পদের জন্য লাগবে ৫০ লাখ, নেতৃত্বের কথা শুনে বাচ্চা ছেলের মতো কেঁদে ফেললেন কর্মী 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই নাটকীয় হয়ে উঠছে উত্তরপ্রদেশের রাজনীতি। এবার এক BSP নেতার কাণ্ডে ফের একবার শিরনামে যোগী রাজ্য। দল তাঁকে প্রার্থী না করায় সংবাদমাধ্যমের সামনেই বাচ্চা ছেলের মতো কেঁদে ভাসালেন এক বিএসপি নেতা। আরশদ রানা নামে ওই নেতার দাবি, দল তাঁকে প্রতিশ্রুতি  দিয়েও আসন্ন বিধানসভা নির্বাচনে লড়ার টিকিট দেননি। তাঁর চাঞ্চল্যকর দাবি, প্রার্থী পদের জন্য তাঁর কাছে ৫০ লক্ষ টাকা চেয়েছে দলীয় নেতৃত্ব। 

সাংবাদিকদের সামনে নিজের ক্ষোভ উগরে দিয়ে বিএসপি নেতা বলেন, আমাকে নিয়ে ছেলে খেলা করা হয়েছে। আমায় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এই নির্বাচনে আমায় টিকিট দেওয়া হবে। সেই মতো প্রচারের জন্য আমি পোস্টার, হোডিংও ছাপিয়েছি। এমনকি কাগজে নিজের নামে বিজ্ঞাপনও দিয়েছি। তারপর এখন বলা হচ্ছে অন্য কেউ প্রার্থী। বলতে বলতেই হাউহাউ করে কেঁদে ফেলেন ওই নেতা। 

সেই সঙ্গে তিনি আরও বলেন, শেষ ২৪ বছর ধরে তিনি বিএসপি’র সঙ্গে রয়েছেন। ২০১৮ সালেও তাঁকে প্রার্থী করা হয়েছিল। কিন্তু এবারে তাঁকে টিকিটের জন্য ৫০ লক্ষ টাকা জোগাড় করতে বলা হয়। উল্লেখ, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সাত দফায় নির্বাচন রয়েছে উত্তরপ্রদেশে। ১০ তারিখ শুরু হবে ভোট, শেষ হবে ৭ মার্চ। ফল ঘোষণা ১০ মার্চ।

Comments are closed.