শনিবার সকাল সাড়ে ৯ টা: পশ্চিমবঙ্গ থেকে ১৯০ কিমি দূরে ঘূর্ণিঝড় বুলবুল, কলকাতা, দুই ২৪ পরগনায় চরম সতর্কতা জারি

শনিবার সকাল সাড়ে ৯ টার পূর্বাভাসে আবহাওয়া দফতর জানাল পশ্চিমবঙ্গের সাগর থেকে মাত্র ১৯০ কিমি দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় বুলবুল। এবং শক্তি বৃদ্ধি করে জিবিতি বাড়িয়ে ধেয়ে আসছে এই ঘূর্ণিঝড়। আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার সকাল সাড়ে ৯ টার সময় ওড়িশার পারাদ্বীপ থেকে ১১০ কিমি এবং পশ্চিমবঙ্গ থেকে ১৯০ কিমি দূরে রয়েছে বুলবুল। যার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গজুড়ে শুরু হয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি। যত ঘূর্ণিঝড় এগোবে ততই বৃষ্টিও বাড়বে।
শেষ জারি করা বুলেটিনে আবহাওয়া দফতর জানাচ্ছে, কলকাতা এবং দুই ২৪ পরগনায় প্রচণ্ড বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিমি পর্যন্ত। দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে চরম সতর্কতা জারি করা হয়েছে। সাধারণ মানুষকে বিশেষ প্রয়োজনে ছাড়া বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।
ঘূর্ণিঝড় বুলবুলের জন্য কলকাতা পুরসভা এবং প্রশাসনের অন্যান্য দফতরকে তৎপর থাকতে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আবহাওয়া দফতর জানাচ্ছে, যত সময় যাচ্ছে ততই শক্তি বৃদ্ধি করছে বুলবুল। শনিবার এবং রবিবার দু’দিন ভারী বৃষ্টি এবং দুর্যোগ চলবে।

 

Comments are closed.