বুলেট ট্রেন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। কবে থেকে বুলেট ট্রেন চলবে সেই অপেক্ষায় অনেকেই। দেশের প্রথম বুলেট ট্রেন মুম্বই থেকে আহমেদাবাদ পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু জমি অধিগ্রহণ-সহ একাধিক কারণে বুলেট ট্রেনের কাজ পিছিয়ে যায়।
তবে এবার আশার খবর দিলেন রেলমন্ত্রী অশ্বনী বৈষ্ণব। তাঁর কথায়, মুম্বই-আহমেদাবাদ রুটের ৫০ কিলোমিটার পথের কাজে শেষ হয়ে যাবে ২০২৬ সালের আগস্টেই। এই ৫০ কিমি পথটি সুরাত থেকে বিলিমোরা। বুধবার একাধিক বিষয় নিয়ে রেলমন্ত্রী কথা বলেছিলেন, সেই সময় তিনি জানান বুলেট ট্রেনের বিষয়টি। পাশাপাশি তিনি আরও জানান, দেশের রেল নেটওয়ার্কের জন্য একাধিক পদক্ষেপ নিচ্ছে রেল। এর মধ্যে একটি হল দুর্ঘটনা রক্ষায় কবচ সিস্টেম। ট্রেনের সঙ্গে হাতির ধাক্কা রুখতে তৈরি হচ্ছে গজরাজ নামে বিশেষ একটি ব্যবস্থা করা হচ্ছে। সেই সঙ্গে তিনি আরও বলেন, কোভিড পর্বের পরেও দেশে ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে। অতিমারির পর মেল ও এক্সপ্রেস ট্রেনের সংখ্য়া ১৭৬৮ থেকে বাড়িয়ে করা হয়েছে ২১২৪।
Comments are closed.