আসানসোল ও বালিগঞ্জ কেন্দ্রের উপনির্বাচন হচ্ছে ১২ এপ্রিলই। বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। ১২ মার্চ এই দুই কেন্দ্রের নির্বাচনের র্নির্ঘণ্ট প্রকাশ করেছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। কিন্তু প্রকাশ করা হয় নি কোনও বিজ্ঞপ্তি। এবার উপ নির্বাচন পিছোনো হচ্ছে না জানিয়ে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন।
এই দুই কেন্দ্রের উপনির্বাচনের ফল গণনা আগামী ১৬ এপ্রিল। বৃহস্পতিবার থেকে মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। জানানো হয়েছে কমিশনের বিজ্ঞপ্তিতে। রাজ্যে ওই সময় চলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এ ছাড়াও আইসিএসসি, সিবিএসই, আইএএস বোর্ডেরও পরীক্ষা রয়েছে৷ তাই উপনির্বাচনের দিন পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছিল রাজ্য। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ্যের মন্ত্রী সুব্রত মুখার্জি প্রয়াত হন। ওই আসনে তাই উপনির্বাচন হবে। অন্যদিকে আসান্সোলের সাংসদ বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দে। তাই আসানসোল কেন্দ্রেও হবে উপ নির্বাচন। এই দুই কেন্দ্রে উপ নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল ও সিপিএম। কিন্তু প্রার্থী ঘোষণা করেনি বিজেপি।
Comments are closed.