এবার বাংলা সহ ১৩টি আঞ্চলিক ভাষাতেও হবে CAPF-এ নিয়োগের পরীক্ষা; বিবৃতি দিয়ে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক 

শুধু হিন্দি বা ইংরেজি নয়, বাংলা সহ আরও ১৩টি আঞ্চলিক ভাষাতেও CAPF নিয়োগের পরীক্ষা দেওয়া যাবে। শনিবার এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। এদিনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সশস্ত্র বাহিনীতে   নিজ নিজ এলাকায় স্থানীয়দের যোগদান বাড়াতে প্ৰধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব কেন্দ্রীয় সরকার এই ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ নিয়েছে।

আঞ্চলিক দল এবং বিভিন্ন সংগঠনের তরফে দীর্ঘ দিন ধরেই দাবি করা হচ্ছিল, শুধু হিন্দি, ইংরেজি নয় বাকি আঞ্চলিক ভাষাতেও নিয়োগের পরীক্ষাগুলো নেওয়া হোক। অনেকের মতে হিন্দি এবং ইংরেজি ভাষায় পরীক্ষা নেওয়া হলে, সেখানে তুলনামূলকভাবে হিন্দিভাষার পরীক্ষার্থীরা বেশি সুবিধা পান। কারণ অনেকেই ইংরেজিতে পরীক্ষা দিতে পারেন না, আবার হিন্দিভাষী না হওয়াতেও তাঁরা সমস্যায় পড়েন। 

বিবৃতিতে জানানো হয়েছে, হিন্দি এবং ইংরেজি ছাড়া যে ১৩টি আঞ্চলিক ভাষায় পরীক্ষা নেওয়া হবে সেগুলো হল, বাংলা, অসমীয়া, গুজরাটি, মারাঠি, মালায়ালম, তেলেগু, তামিল কন্নড়, ওড়িয়া, ঊর্দু, পাঞ্জাবি, মনিপুরী এবং কোঙ্কনি। 

 

Comments are closed.