গাড়ি শিল্পে আশার আলো। জানুয়ারিতে দেশের গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলির বিক্রি বেড়েছে। গত মাসে ঘরোয়া সংস্থাগুলির কারখানা থেকে ডিলার সংস্থাগুলির কাছে ২০২৪ সালের জানুয়ারি মাসের তুলনায় ১.৬ শতাংশ বেশি বা মোট ৩,৯৯,৩৮৬-টি গাড়ি পাঠানো হয়েছে।
এই পরিসংখ্যান দিয়েছে ভারতের গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলির সংগঠন সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিয়াম)।
দেশের গ্রামাঞ্চলে গাড়ির চাহিদা বৃদ্ধি পাওয়ায় সার্বিক ভাবে গাড়ি শিল্পের লাভ হয়েছে বলে টাটা মোটরসের এক কর্তা জানিয়েছেন। গত মাসে দেশের গ্রামগুলিতে গাড়ির বিক্রি বার্ষিক ১৮.৫৭ শতাংশ হারে বেড়েছে। শহরগুলিতে বার্ষিক বিক্রি ১৩.৭২ শতাংশ হারে বেড়েছে। এর একটা বড় কারণ হলো, গাড়ির মডেলের বছর বদলে যাওয়া। পুরনো, আগের বছরের গাড়ির বদলে ২০২৫ সালের মডেল কেনার প্রতি ক্রেতাদের আগ্রহ বিক্রি বাড়ার অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Comments are closed.