যাত্রী স্বাচ্ছন্দ্য-এ প্রতিনিয়ত একের পর এক পরিবর্তন আনছে কলকাতা মেট্রো। নতুন রেক থেকে শুরু করে একাধিক নতুন পদক্ষেপ করছে মেট্রো কর্তৃপক্ষ। এবার তাতেই নতুন করে সংযোজন হল কার্টুন। যাত্রার একঘেয়েমি দূর করতে এবার থেকে মেট্রো কামরাতে দেখা যাবে কার্টুন।
উত্তর-দক্ষিণ রুটের মেট্রোতে রেকের ভিতরে ডিজিটাল ডিসপ্লে স্ক্রিনে দেখা যাবে কার্টুন। ডিসপ্লে স্ক্রিনগুলোতে স্টেশনের নাম, রুট ম্যাপ দেখার জন্য ব্যবহৃত হয়। এবার সেই স্ক্রিনেই দেখা মিলবে কার্টুনের। একাধিক জনপ্রিয় কার্টুন শো।
কর্তৃপক্ষের দাবি, এতে করে যাত্রার একঘেয়েমি দূর হবে। বিশেষ করে প্রচুর খুদে পড়ুয়া মেট্রোতে যাতায়াতে করে। মেট্রোর নতুন এই উদ্যোগে বিশেষ করে খুশি হবে তারা। অসংখ্য যাত্রী মেট্রোর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। উত্তর-দক্ষিণ রুটের মেট্রোতে শুরু হলেও খুব শীঘ্রই প্রায় সব রুটের মেট্রোতেই এই ধরণের ব্যবস্থা করা হবে বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে।
Comments are closed.