স্বস্তিতে TMC বিধায়ক, ৩ ঘন্টার বেশি জেরা করতে পারবে না CBI; নির্দেশ হাইকোর্টের

চিটফান্ড তদন্তে কিছুটা স্বস্তিতে বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী। নজিরবিহীন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সিবিআইকে এদিন জিজ্ঞাসাবাদের সময়সীমা বেঁধে দিয়েছে ডিভিশন বেঞ্চ। তৃণমূল বিধায়ককে তিন ঘণ্টার বেশি জেরা করতে পারবে না সিবিআই। সোমবার কেন্দ্রীয় সংস্থাকে এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 

হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখার্জি এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ আরও নির্দেশ দিয়েছে, তদন্তে স্বাক্ষী হিসেবে তলব করলে সুবোধ অধিকারীকে ৭২ ঘন্টার মধ্যে নোটিস দিতে হবে। সেই সঙ্গে অভিযুক্ত হিসেবে তলব করলে ১০ দিন আগে তাঁকে নোটিশ দিতে হবে। এবং ওই ১০ দিনের মধ্যে সিবিআই অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে না। পাশপাশি আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে সিবিআইয়ের কাছে সমস্ত নথি জমা দিতে হবে সুবোধ অধিকারীকে। 

চিটফান্ড মামলায় এর আগে দু’বার সুবোধ অধিকারীকে তলব করে সিবিআই। যদিও দুবারই হাজির হননি তিনি। প্রথম হাজিরার পর সিবিআইয়ের কাছে ১৫ দিনের সময় চান সুবোধ। কিন্তু সিবিআই তাঁর আর্জি না মেনে ফের তলব করে। এই দ্বিতীয় তলবের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সুবোধ অধিকারী। এই সেই মামলাতেই কিছুটা স্বস্তি পেলেন বীজপুরের তৃণমূল বিধায়ক। 

Comments are closed.