আলাপনকে ফের কড়া নোটিস, সময়ে জবাব না দিলে এক তরফা পদক্ষেপ করবে কেন্দ্র

মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা তথা প্রাক্তন মুখ্যসচিব আলাপন ব্যানার্জিকে কড়া নোটিস কেন্দ্রের। এবার নোটিস এলো কেন্দ্রীয় কর্মিবর্গ মন্ত্রক থেকে। জানা যাচ্ছে শোকজের যে উত্তর দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তাতে খুশি নয় কেন্দ্র। তাঁর বিরুদ্ধে কেন কড়া ব্যবস্থা নেওয়া হবে না তা জানাতে ১ মাসের সময় দেওয়া হয়েছে। উত্তর না দিলে একতরফা সিদ্ধান্ত নেবে কেন্দ্র।

আইএএস সার্ভিস রুলের আর্টিকল ৮ অনুযায়ী কেন তাঁর বিরুদ্ধে মেজর পেনাল্টি প্রসিডিংস বা কড়া ব্যবস্থা নেওয়া হবে না আলাপন ব্যানার্জির কাছে এদিনের নোটিশে তা জানতে চেয়েছে কর্মিবর্গ মন্ত্রক।

৩০ দিনের মধ্যে আলাপন ব্যানার্জিকে লিখিত অথবা সশরীরে দিল্লি গিয়ে চিঠির জবাব দিতে হবে বলে কেন্দ্রের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। তা না করা হলে কেন্দ্র একতরফা পদক্ষেপ করবে আলাপন ব্যানার্জির বিরুদ্ধে।

অবসরের পর আলাপনকে কর্মিবর্গ মন্ত্রকের চিঠিকে মোদী সরকারের প্রতিহিংসাপরায়ণ মনোভাবের পরিচয় বলে আক্রমণ করেছে তৃণমূল।

Comments are closed.