এবার রাঢ়বঙ্গ ভেঙে আলাদা রাজ্যের দাবি সৌমিত্র খাঁর, বার্লাকেও সমর্থন

বঙ্গভাগের দাবি শোনা গেল বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের মুখে। উত্তরবঙ্গকে পৃথক রাজ্য ঘোষণা করা হোক, এই দাবি জানিয়েছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা। এবার জন বার্লার মন্তব্যকে সমর্থন করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সৌমিত্র খাঁয়ের দাবি, রাঢ়বঙ্গ ভেঙে আলাদা রাজ্য তৈরি হোক।তিনি বাঁকুড়া, পুরুলিয়া, জঙ্গলমহল এবং রাঢ়বঙ্গ নিয়ে আলাদা রাজ্যের দাবি করেন।

বিজেপি যুব মোর্চার সভাপতিকে বলতে শোনা যায়, মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। তিনি পশ্চিমবঙ্গকে ভেঙে আলাদা বাংলাদেশ তৈরির চেষ্টা করছেন। আমরাও রাঢ়বঙ্গকে নিয়ে আলাদা রাজ্য গঠনের দাবি জানাচ্ছি। তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের জন্য কিছুই করেননি।

তাঁর কথায়, মুখ্যমন্ত্রীর কাছে যদি দিল্লির নেতারা বহিরাগত হন। তবে উত্তরবঙ্গ ও রাঢ়বঙ্গের নেতারাও মুখ্যমন্ত্রীকে বহিরাগত বলবে।

তৃণমূল বিধায়ক তাপস রায়ের দাবি, বিজেপি নেতারা বাংলার ইতিহাস জানেন না। ভারতের স্বাধীনতার ইতিহাসও জানা নেই। বাংলার মানুষ এই ধরণের মন্তব্য সমর্থন করে না। আগামিদিনে বাংলা বিজেপি শূন্য হবে।

Comments are closed.