জগদ্ধাত্রী আরাধনায় মেতেছে বাঙালি। একাধিক জায়গায় মহাসমারোহে আজকের দিনে পুজো হচ্ছে। তবে জগদ্ধাত্রী পুজো মানেই হুগলির চন্দননগর। জেলার তো বটেই কলকাতা সহ আশেপাশের জেলা থেকেও কয়েক লাখ মানুষ আসেন পুজো দেখতে। আজ নবমী, রাত পোহালেই চন্দননগরের বিখ্যাত শোভাযাত্রা। সব মিলিয়ে হুগলির এই প্রাচীন জনপদ পুজোর আনন্দে জমজমাট। আজও অনেকেই যাচ্ছেন চন্দননগরে ঠাকুর দেখতে। দর্শনার্থীদের কথা ভেবে এবং ভিড় সামাল দিতে চন্দননগরের জন্য সারারাত ট্রেন চলবে। সে কারণে ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে, পাশপাশি আজিমগঞ্জগামি এক্সপ্রেস ট্রেনও চন্দননগর এবং আশেপাশের স্টেশনে দাঁড়াবে।
পূর্ব রেলের তরফে আগেই জানানো হয়েছিল, চন্দননগরের পুজো উপলক্ষ্যে ব্যান্ডেল পর্যন্ত অতিরিক্ত পাঁচটি লোকাল এবং বর্ধমান পর্যন্ত একটি ট্রেন চালানো হবে। জানা গিয়েছে, ভিড়ের কারণে নবমী উপলক্ষ্যে আরও কয়েকটি বাড়তি ট্রেন চলতে পারে।
পুজো উপলক্ষ্যে গোটা শহরটাকেই নিরাপত্তার চাদড়ে মুড়ে ফেলা হয়েছে। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও বোমা স্কোয়াড, পুলিশ কুকুর, মহিলা ইউনার্স টিমও প্রস্তুত রাখছে হুগলি জেলা পুলিশ। সেই সঙ্গে মানকুন্ডু, চন্দননগর এবং ভদ্রেস্বর স্টেশনগুলোকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। যাত্রীদের জন্য ক্রমাগত মাইকিংও করা হচ্ছে। সব মিলিয়ে পুজোর জন্য আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করেছে হুগলি জেলা পুলিশ।
Comments are closed.