বিজেপির মিছিল ঘিরে রণক্ষেত্র আমহার্স্ট স্ট্রিট চত্বর। বিজেপির মিছিল থেকে সেন্ট পলশ কলেজে হামলা চালানোর অভিযোগ। অন্যদিকে বিজেপি নেতাদের লক্ষ্য করে ইট, জুতো ছোঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
বিজেপি সাংসদ অর্জুন সিংহ এর কনভয়ের গাড়ি লক্ষ্য করেও ইট ছোঁড়া হয়। ভেঙে গিয়েছে সাংসদের কনভয়ের গাড়ির কাঁচ। বিজেপির রোড শোতে এদিন উপস্থিত ছিলেন মুকুল রায়, অর্জুন সিংহ, রাজীব ব্যানার্জি সহ বিজেপির একাধিক নেতা। বিজেপির নেতাদের এদিন কালো পতাকাও দেখানো হয় তৃণমূলের তরফে।
[আরও পড়ুন- সায়নী থেকে মনোজ, রাজ থেকে জুন, কাঞ্চন, মানালি, মমতার সভায় যোগ দিলেন তৃণমূলে]
বিজেপির রোড শো শেষে লেবুতলা পার্কে একটি যোগদান মেলার কর্মসূচি ছিল। সেখানেই বিজেপিতে যোগ দেওয়ার কথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা, ছাত্র নেতা সজল ঘোষের। বিজেপি তৃণমূল সংঘর্ষে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।
অন্যদিকে কাঁচরা পাড়ায় বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে গোলমাল হয়। পুলিশ পরিবর্তন যাত্রার পথ আটকালে পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার বিজেপির।
Comments are closed.