মুখ্যমন্ত্রীর লন্ডন সফরে অক্সফোর্ডের কেলগ কলেজে বৃহস্পতিবার রাতে যে বিশৃঙ্খলা হয়েছিল তার প্রতিবাদে দিল্লি ও কলকাতায় একযোগে প্রতিবাদ জানালো তৃণমূল।
শুক্রবার রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজার নেতৃত্বে কলকাতায় ধিক্কার মিছিল করে তৃণমূলের মহিলা শাখা।
কলকাতার আশুতোষ সহ একাধিক কলেজের সামনেও প্রতিবাদ বিক্ষোভ করে তৃণমূলের ছাত্র পরিষদ।
সাংসদ সৌগত রায়, মহুয়া মৈত্র সহ তৃণমূলের সংসদীয় টিমও এই ঘটনা নিয়ে দিল্লিতে সরব হয়েছে। সৌগত বলেন, মমতা লন্ডনে আমন্ত্রণ পেয়ে গিয়েছেন। এই ঘটনায় অক্সফোর্ড কর্তৃপক্ষ এবং ব্রিটেনের পুলিশকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। স্রেফ প্রচার পাওয়ার জন্য এসএফআই এই কাজ করেছে।
কলকাতায় তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ, সিপিএম ও বিজেপি সম্মিলিতভাবে এই ষড়যন্ত্র করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী হিসেবে নয়, দেশের একজন মুখ্যমন্ত্রী হিসেবে লন্ডনে গিয়েছেন । সেখানে এই ধরনের কাজ বিদেশের মাটিতে ভারতকে অপমান করার সামিল ।
Comments are closed.