কলকাতা ক্রিসমাস ফেস্টিভালের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেস্টিভাল চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে পার্ক স্ট্রিট এলাকা। বড়দিন উপলক্ষ্যে পার্ক স্ট্রিট চত্বরে লক্ষাধিক মানুষের সমাগম হয় প্রতি বছর। সাধারণ মানুষের সুরক্ষা ও উৎসব উদযাপনে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য মুখ্যমন্ত্রীর ঘোষণা, ২৪ ও ২৫ তারিখ পার্ক স্ট্রিটে কোনও গাড়ি চলবে না। পাশাপাশি কেন্দ্রকে খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ২৫ ডিসেম্বর ছুটি বন্ধ করেছে কেন্দ্র। কিন্তু আমরা রাজ্যে ছুটি ঘোষণা করেছি। ওই দিন সাধারণ মানুষে আনন্দের সঙ্গে যাতে কাটাতে পারেন, তাই ছুটি দেওয়া হয়েছে।
অ্যালেন পার্কের অনুষ্ঠান শেষ করে মুখ্যমন্ত্রী যান সেন্ট জেভিয়ার্স কলেজের ক্রিসমাস উদযাপনে। সেখানে তিনি শর্ট স্ট্রিটের নাম বদল করে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স সরণি করার কথা জানান। এদিন অ্যালেন পার্ক ও জেভিয়ার্স কলেজের অনুষ্ঠানে যিশু খ্রিষ্ট্রের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী।
বড়দিন উপলক্ষ্যে মমতার লেখা ও সুর দেওয়া একটি গান প্রকাশিত হয়েছে। গানটি গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন থমাস ডিসুজা, পরিতোষ ক্যানিং সহ রাজ্যের একাধিক মন্ত্রী।
Comments are closed.