২০১১ সালে মুম্বইয়ে দিনের আলোয় সাংবাদিক জ্যোতির্ময় দে’র খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হলেন কুখ্যাত গাংস্টার ছোটা রাজন। বুধবার তাকে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিয়েছে মুম্বইয়ের বিশেষ আদালত। ঘটনায় দোষী সাব্যস্ত আরও সাত জনকেও এই একই সাজা দেওয়া হয়েছে। তবে জ্যোতির্ময় দে’কে খুন করার জন্য যার বিরুদ্ধে ছোটা রাজনকে প্ররোচিত করার অভিযোগ উঠেছিল সেই সাংবাদিক জিগনা ভোরাকে প্রমাণের অভাবে রেহাই দিয়েছে আদালত।
ঘটনার তদন্তকারী পুলিশ অফিসারেরা জানিয়েছেন, মুম্বইয়ের অন্ধকার জগৎ নিয়ে নতুন একটি বই প্রকাশের পরিকল্পনা করেছিলেন জ্যোতির্ময় দে। এই বই লেখা হলে আন্ডারওয়ার্ল্ডের বহু তথ্য প্রকাশ্য চলে আসবে এই ভয়ে তাঁকে খুনের পরিকল্পনা করেন ছোটা রাজন। সতীশ কালিয়া নামের এক দুষ্কৃতীকে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে জ্যোতির্ময় দে’কে খুনের সুপারি দেওয়া হয়। তবে জ্যোতির্ময়ের কোনও ছবি দেওয়া হয়নি এই দুষ্কৃতীকে। দেওয়া হয়েছিল তাঁর চেহারার বর্ণনা এবং বাইকের নম্বর। ২০১১ এর ১১ জুন মুম্বইয়ের পাওয়াই এলাকায় গুলি করে খুন করা হয় সাংবাদিক জ্যোতির্ময় দে’কে। এদিন আদালতে দোষী সাব্যস্ত হয়েছে সতীশ কালিয়াও।