প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী। ইউক্রেন ফেরত পড়ুয়াদের জন্য বিকল্প ব্যবস্থা করবে রাজ্য, আগেই এমনটা আশ্বাস দিয়েছিলেন তিনি। এবার সেই মোতাবেক পড়ুয়াদের জন্য বিকল্প ব্যবস্থা কথার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, সেই সঙ্গে কেন্দ্রকেও তোপ দেগেছেন তিনি। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে মমতা ব্যানার্জি জানান, ইউক্রেন থেকে ফিরে আসা ৪২২ জনের জন্য ৪১২ জন মেডিক্যাল স্টুডেন্ট, ৬ জন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এবং বাকিরা সেখানে চাকরি করতেন।
এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের রাজ্যের একটি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ফাইনাল ইয়ারের ২৩ জন মেডিক্যাল পড়ুয়া সরকারি হাসপাতাল থেকে ইন্টার্নশিপ করতে পারেব। একই সঙ্গে তৃতীয় বর্ষের ১৭২ জন মেডিক্যাল পড়ুয়াও সরকারি মেডিক্যাল কলেজ থেকেই বাকি পড়াশোনা শেষ করতে পারবে। এছাড়াও বাকি প্রথম এবং দ্বিতীয় বর্ষের পড়ুয়ারাও প্রাইভেট মেডিক্যাল কলেজ থেকে পড়াশোনা শেষ করতে পারবে বলে জানান মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে প্রাইভেট কলেজগুলোতেও যাতে পড়ুয়াদের ফিস কনসেশন করা হয়, সে ব্যাপারেও কলেজগুলোকে নির্দেশ দিয়েছে রাজ্য।
গত ১৬ মার্চ ইউক্রেন ফেরত পড়ুয়াদের সঙ্গে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে কথা বলেন মুখ্যমন্ত্রী। সেদিনই মুখ্যমন্ত্রী পড়ুয়াদের জানান, তাঁদের বাকি পড়াশোনা নিয়ে বিকল্প ব্যবস্থা করবে রাজ্য। যদিও এদিন কেন্দ্রকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রকে আমরা বলেছিলাম পড়ুয়ারা যাতে রাজ্যে থেকেই পড়াশোনা শেষ করতে পারে, সে ব্যাপারে প্রয়োজনীয় অনুমোদন দিক কেন্দ্র। কিন্তু বার বার বলা সত্ত্বেও ওরা তা করেনি। পাশাপাশি ইউক্রেন থেকে যে ৩ জন চাকরি ছেড়ে এসেছিলেন তাঁদেরও রাজ্যের জেলাশাসক অফিসগুলোতে কন্ট্রাকচুয়াল চাকরি দেওয়া হয়েছে এবং ব্যবসার জন্য পরিবারকে আর্থিক সহযোগিতা করবে রাজ্য।
Comments are closed.