স্বচ্ছন্দে জিতছেন নন্দীগ্রামে, অন্য সিটে মমতা ব্যানার্জির লড়ার প্রশ্নই নেই, জল্পনা উড়িয়ে জানাল তৃণমূল

বাংলায় প্রচারে এসে নরেন্দ্র মোদী দাবি করেছেন, নন্দীগ্রামে হারের ভয়ে দিদি অন্য আসন খুঁজছেন। এবার মোদীর সেই দাবি উড়িয়ে তৃণমূল জানাল, মমতা নন্দীগ্রামে স্বচ্ছন্দে জিতছেন। অন্য সিট খোঁজার প্রশ্ন নেই।
বৃহস্পতিবার বাংলার মাটিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বলেন, মমতাদিদি নন্দীগ্রামে হারছেন। তা বুঝে দিদি এখন অন্য নিরাপদ আসন খুঁজছেন। সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিল তৃণমূল। নন্দীগ্রামে স্বচ্ছন্দে জিততে চলেছেন মমতা ব্যানার্জি বলে মনে করছে তৃণমূল। তাই বিকল্প আসনে মমতার লড়ার কোনও প্রশ্নই নেই।
বুধবার বাংলায় এসেছিলেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা। তিনি মন্তব্য করেছিলেন, ভবানীপুর জেতা কঠিন বুঝেই নন্দীগ্রামে গেছেন মমতা। নাড্ডার এই মন্তব্যকে তৃণমূল বিজেপির বিরুদ্ধেই ব্যবহার শুরু করে। প্রশ্ন উঠতে থাকে, তাহলে নন্দীগ্রামে মমতার জয় কী প্রকারান্তরে মেনে নিচ্ছেন নাড্ডা? তার ২৪ ঘণ্টার মধ্যেই মোদী এলেন বাংলায়। দক্ষিণ ২৪ পরগনার সভা থেকে তিনি বলেন, মমতা নন্দীগ্রামে জিততে পারবেন না। তাই অন্য আসন খুঁজছেন। মোদীর বক্তব্যের জবাব দিতে দেরি করল না তৃণমূল। সবমিলিয়ে দ্বিতীয় দফার ভোটেও মোদী-মমতা বাকযুদ্ধে বিরাম নেই।

Comments are closed.