দ্বিতীয় দফায় ৩০ টির মধ্যে ৪০ আসন পাবে বিজেপি! শাহকে খোঁচা যশবন্ত সিনহার

প্রথম দফার ভোটের শেষ শাহ দিল্লি থেকে ঘোষণা করেছিলেন বিজেপি ৩০ এর মধ্যে ২৬ টি আসন পাচ্ছেই

বাংলায় দ্বিতীয় দফার ৩০ টি আসনের ভোট নিয়ে অমিত শাহের ভবিষ্যদ্বাণী কী! বিজেপিকে কটাক্ষ-ট্যুইট করলেন তৃণমূল নেতা যশবন্ত সিনহার। বৃহস্পতিবার বঙ্গ ভোটের কথা উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করে ট্যুইট করেন যশবন্ত সিনহা। লেখেন, বাংলায় ৩০ টি আসনে ভোট নিয়ে অমিত শাহের কী ভবিষ্যদ্বাণী তা নিয়ে আমার মধ্যে একটা উদ্বেগ কাজ করছে। ব্যঙ্গ করে বলেন, শাহ কী ভাবছেন ওরা ৩০ টি আসনের মধ্যে ৩৫ বা ৪০ টি আসন পাবে? এখানেই না থেমে বিজেপিকে সরাসরি আক্রমণ করে লেখেন, তৃতীয় দফার ভোটের পর নিশ্চয়ই শাহ বলবেন তাঁরা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছেন। পরবর্তী দফায় ভোটের আর দরকার হবে না। আর তাতে ইলেকশন কমিশনের সম্মতিও থাকবে!

ভোট উৎসবে এবারের হটস্পট নন্দীগ্রাম। সারাদিনের বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্যেই নন্দীগ্রাম সহ বাংলার ৩০ আসনে ভোট হয়।

প্রসঙ্গত, প্রথম দফার ভোট শেষ হতেই অমিত শাহ দিল্লি থেকে ঘোষণা করেছিলেন বিজেপি ৩০ এর মধ্যে ২৬ টি আসন পাচ্ছেই। শাহের এই ঘোষণাকে কটাক্ষ করেন মমতা ব্যানার্জি। বলেন, ইভিএমে কি শাহের গুন্ডারা ঢুকে বসেছিলেন? তারপর বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোট চলাকালীনই শাহকে কটাক্ষ করে ট্যুইট করলেন বাজপায়ী আমলের অর্থ এবং প্রতিরক্ষা মন্ত্রী তথা তৃণমূল নেতা যশবন্ত সিনহা।

Comments are closed.