বেলাহায় ছাত্র মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নবান্ন সূত্রে খবর, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে ফোন করে জানতে চান এধরণের ঘটনা ঘটল কীভাবে? এরপর মুখ্যমন্ত্রীর নির্দেশেই কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে ফোন করে ঘটনার রিপোর্ট তলব করেছেন মুখ্যসচিব। এদিন ঘটনাস্থল পরিদর্শনও যান কলকাতার নগরপাল। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘাতক লড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকালে এক মাটি বোঝাই লরির ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু হয়। এই ঘটনায় সকাল থেকে রণক্ষেত্রের চেহারা নেয় বেহালা। স্থানীয়দের দাবি, এদিন সকাল সাতটা নাগাদ মাটি বোঝাই একটি লরি দ্রুত গতিতে এসে ধাক্কা মারে দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া শুভ্রনীল সরকার এবং তার বাবাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পড়ুয়ার। গুরুতর জখম অবস্থায় বাবাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় মানুষজন। পুলিশ ও উত্তেজিত জনতার মধ্যে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায়। বেহালা চৌরাস্তা সংলগ্ন এলাকা অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশের ভ্যান, বাইকে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। পুরো এলাকা জুড়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়।
সকাল ১০ টা নাগাদ কলকাতার পুলিশ কমিশনার ঘটনাস্থলে পৌঁছান। কেন এধরনের ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধর দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান বিনীত গোয়েল।
Comments are closed.