মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার গঙ্গাসাগর গিয়েছেন মুখ্যমন্ত্রী। আর সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, গঙ্গাসাগর মেলার জন্য কেন্দ্রের কাছ থেকে কোনও আর্থিক সাহায্য পায়না রাজ্য। সেই সঙ্গে গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণা করার জন্য কেন্দ্রের কাছে আর্জিও জানান তৃণমূল নেত্রী।
এদিন গঙ্গাসাগরে তিনটে হেলিপ্যাড গ্রাউন্ডের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তারপরেই বঞ্চনার অভিযোগে সরব হয়ে বলেন, নিঃসন্দেহে কুম্ভ মেলা একটি বিরল মেলা। সারা বিশ্বের কাছে এটি পরিচিত। কিন্তু কুম্ভ মেলা যাওয়ার যোগাযোগ ব্যবস্থা খুব উন্নত। কুম্ভ মেলার সব খরচ কেন্দ্র বহন করে অথচ গঙ্গাসাগর মেলার জন্য কোনও সাহায্যই পাওয়া যায়না।
এদিন মুড়ি গঙ্গার ওপরে ব্রিজ তৈরি নিয়েও কেন্দ্রকে একহাত নিয়েছেন তৃণমূলনেত্রী। তিনি বলেন, প্রতি বছর প্রায় ১ কোটি তীর্থযাত্রী গঙ্গাসাগর মেলায় আসেন। কিন্তু প্রত্যেককেই জল পেরিয়ে আসতে হয়। মুড়ি গঙ্গার ওপরে ব্রিজ তৈরির জন্য কেন্দ্রের কাছে বার বার আবেদন করেও কোনও সাড়া পাওয়া যায়নি। তারপরেই তিনি ঘোষণা করেন, কেন্দ্রের কাছ থেকে উত্তর না পেলেও রাজ্যের তরফেই ব্রিজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। মোট ১০ হাজার কোটি টাকা খরচ হবে ব্রিজ তৈরির। ইতিমধ্যেই তার পরিকল্পনা শুরু হয়েছে।
Comments are closed.