দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির জন্য আগেই ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানান, ডিভিসির জল ছাড়ার জেরেই এই বন্যা। প্রকৃতি নয় মানুষের সৃষ্টি এই প্লাবন। এবার একই অভিযোগ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মমতা ব্যানার্জি। চিঠিতে তিনি এই বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে সাফ জানিয়েছেন এই সমস্যার স্থায়ী সমাধান চাই।
চিঠিতে তিনি অভিযোগ করেছেন, অপরিকল্পিত ভাবে ডিভিসি জল ছাড়ছে। রাজ্যগুলির মধ্যে জলের নিকাশির সুষ্ঠ ব্যবস্থা করতে ডিভিসি সম্পূর্ন ব্যর্থ। জলধারাগুলি সংস্কার, জল ধারণ ক্ষমতা বাড়ানো নিয়ে কোনও পদক্ষেপ করেনি ডিভিসি। রাজ্য ১০ বছর বলে আসছে তাও কোনও কথা শোনা হয়নি।
তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ২৪ সেপ্টেম্বর ডিভিসির কাছে আবহাওয়ার পূর্বাভাস থাকলেও জল ছাড়েনি তারা, ৩০ সেপ্টেম্বর মাঝ রাতে জল ছেড়েছে। কখন কত জল ছাড়া হয়েছে তারও বিস্তারিত তথ্য চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।
চিঠিতে তিনি দাবি করেন, ডিভিসি নিয়ে স্থায়ী পরিকল্পনা করুক কেন্দ্র, না হলে রাজ্যের মানুষ বন্যার হাত থেকে রেহাই পাবেন না।
উল্লেখ্য পুজোর মুখেই ডিভিসির ছাড়া জলে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। লক্ষাধিক মানুষ ঘর ছাড়া। গ্রামের পর গ্রাম জলে ডুবেছে। হাওড়া, হুগলি, দুই বর্ধমান সহ রাজ্যের মোট আট জেলার বিস্তীর্ণ অঞ্চল জলে ভেসেছে।
Comments are closed.