হিন্দি দিবস উপলক্ষ্যে ট্যুইট মুখ্যমন্ত্রীর, দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীও

হিন্দি দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার হিন্দি দিবস উপলক্ষ্যে ট্যুইট করেন তিনি। হিন্দি হরফে তৃণমূল নেত্রী লেখেন, হিন্দি দিবস উপলক্ষ্যে সকল দেশ বাসীকে শুভেচ্ছা। অভিনন্দন সেই সমস্ত ভাষাবিদকে যাঁরা হিন্দি ভাষার উন্নয়নের জন্য কাজ করেছেন। 

শুভেচ্ছা বার্তা ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ দেশের একাধিক শীর্ষ নেতৃত্ব। 

দেশবাসীকে হিন্দি দিবসের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, হিন্দিকে ভাষা হিসেবে শক্তিশালী করতে বিভিন্ন অঞ্চলের মানুষের অবদান রয়েছে। প্রত্যেক দেশবাসীর ঐকান্তিক চেষ্টায় আজ হিন্দি বিশ্বের দরবারে সমাদৃত। 

ট্যুইটে হিন্দিকে রাজভাষা বলে উল্লেখ্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হিন্দি ভাষার ব্যবহার বাড়ানোর আবেদন করেছেন শাহ। ট্যুইটে তিনি লেখেন, মাতৃভাষা এবং রাজ ভাষায় মেল বন্ধনেই দেশের প্রকৃত সমবৃদ্ধি সম্ভব। প্রধানমন্ত্রী দেশের সমস্ত ভাষার উন্নয়নের জন্য কাজ করছেন বলেও ট্যুইটে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

তৃণমূল সূত্রে খবর, ভবানীপুরে উপনির্বাচন উপলক্ষ্যে এলাকার হিন্দিভাষীদের সঙ্গে আলাপচারিতার কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। 

Comments are closed.