ঝাড়খন্ড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা বাস্তবধর্মী তথ্যচিত্রের পুরস্কার পেল পুরুলিয়ার তরুণ পরিচালক আমজাদ কাজির স্বল্প দৈর্ঘের ছবি ‘কোড নেম রেড’। ২০০৮ থেকে ২০১১ মাওবাদী আন্দোলনে উত্তাল হয়েছে রাজ্যের জঙ্গলমহল। সেই আন্দোলন, লড়াই এবং সংঘর্ষের প্রেক্ষাপটে আমজাদ বানিয়েছিলেন তাঁর ৪৩ মিনিটের তথ্যচিত্র ‘কোড নেম রেড’। সেরা পাঁচের লড়াইতে প্রথম থেকেই জায়গা করে নিয়েছিল পুরুলিয়ার এই তরুণের ছবি। গত ২৫ শে মে ঝাড়খন্ডে চলচ্চিত্র উৎসব শুরুর প্রথম দিনেই দেখানো হয় ‘কোড নেম রেড’। অবশেষে ‘বেষ্ট রিয়ালিস্টিক ডকুমেন্টারি’ ক্যাটাগরিতে পুরস্কার পেল আমজাদের এই ছবি। আমজাদ জানালেন, জঙ্গলমহলে প্রতিভার অভাব নেই, কিন্তু টাকার অভাবে অনেক সময় তাঁরা মাঝ পথেই কাজ বন্ধ করে দিতে বাধ্য হন। হয়ত এই অ্যাওয়ার্ড প্রাপ্তির সৌজন্যে এরপর থেকে কিছুটা হলেও পরিস্থিতির বদল হবে।