পাঁচ রাজ্যের ভোট মিটতেই ফের একবার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গেল। শুক্রবার অর্থাৎ ১ ডিসেম্বর থেকেই নতুন দাম কার্যকর হচ্ছে। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম সিলিন্ডার প্রতি বেড়েছে ২১ টাকা। রাষ্ট্রায়ত্ত পেট্রোলিয়াম সংস্থা ইন্ডিয়ান অয়েলের তরফে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে দাম বৃদ্ধির কথা জানানো হয়েছে।
নতুন করে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় কিছুটা বিপাকে মধ্যবিত্ত। তবে স্বস্তির বিষয়, বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও ১৪.২ কেজি গৃহস্থ রান্নার গ্যাসের দাম একই থাকছে। বর্তমানে গৃহস্থ রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৯২৯ টাকাই থাকছে। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে দিল্লিতে বাণিজ্যিক গ্যাসের নতুন হয়েছে ১,৭৯৬.৫০ টাকা। মুম্বইতে নতুন দাম হল ১,৭৪৯ টাকা। চেন্নাইতে দাম হয়েছে ১,৯৬৮.৫০ টাকা। কলকাতায় দাম হল ১,৯০৮।
উল্লেখ্য, সেপ্টেম্বর এবং অক্টোবরে দু’বার বাণিজ্যিক গ্যাসের দাম কছুটা কমেছিল। কিন্তু দীপাবলির আগেই বাণিজ্যিক গ্যাসের দাম এক ধাক্কায় ১০১ টাকা বেড়ে গিয়েছিল। তবে ১৬ নভেম্বর ফের একবার সেই দাম সিলিন্ডার প্রতি ৫৭.৫০ পয়সা কমানো হয়। বছরের শেষে ফের একবার বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল।
Comments are closed.