অভিনব সিদ্ধান্ত নিল মেট্রো রেল কর্তৃপক্ষ। দিনের শেষ মেট্রোতে যাত্রীদের নির্দিষ্ট ভাড়ার বাইরে আরও ১০ টাকা দিতে হবে। আগামী ১০ ডিসেম্বর থেকে এই নিয়ম চালু হতে চলেছে। এমন আজব সিদ্ধান্তে ক্ষুব্ধ যাত্রীমহল। মেট্রো কর্তৃপক্ষ অবশ্য এব্যাপারে কোনও জবাব দেয়নি।
বেশি রাতে মেট্রো পরিষেবা চালু রাখার দাবি দীর্ঘদিনের। কলকাতার মতো বড় শহরে একটু বেশি রাত হলে কেন মেট্রোরেলের পরিষেবা পাওয়া যাবে না, সেই প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা হয়েছিল হাইকোর্টে। আদালত বিষয়টি বিবেচনার প্রস্তাব দিয়েছিল মেট্রো কর্তৃপক্ষকেই। তাকে মান্যতা দিয়ে সোমবার থেকে শুক্রবার রাত ১০ টা ৪০ মিনিটে দিনের শেষ মেট্রো চালাতে শুরু করে কর্তৃপক্ষ। এই সময় কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে মেট্রো ছাড়ার সিদ্ধান্ত হয়। অন্যান্য দিনে দক্ষিণেশ্বর ও কবি সুভাষ থেকে দিনের শেষ মেট্রো ছাড়ে রাত ৯টা ২৮ মিনিটে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দিষ্ট গন্তব্যের টিকিটের যা দাম, শেষ মেট্রোর ক্ষেত্রে তার সঙ্গে আরও ১০ টাকা যুক্ত হবে। ‘সারচার্জ’ হিসেবে এই টাকা নেওয়া হবে যাত্রীদের থেকে। বেশি রাতে পরিষেবার জন্য যে আর্থিক ক্ষতি হবে, তা তারা এভাবেই উশুল করবে। যাত্রীদের প্রশ্ন, একই দূরত্ব যাওয়ার জন্য এভাবে দু’ধরনের ভাড়া কীভাবে নেওয়া সম্ভব। তাছাড়া, বাড়তি টাকা যদি দিতেই হয়, তাহলে কেন আরও বেশি রাত পর্যন্ত পরিষেবা চালু থাকবে না?
Comments are closed.