তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কার্যত তাপপ্রবাহের পরিস্থিতি। খুব প্রয়োজন না পড়লে বেলা বাড়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। এই চাঁদিফাটা রোদেও ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করছেন ট্রাফিক পুলিশের কর্মীরা। এবার সহকর্মীদের সুস্থতার জন্য এবং কাজে উৎসাহী করতে বিশেষ উদ্যোগ নিলেন কলকাতার নগরপাল শ্রী বিনীত কুমার গোয়েল। বৃহস্পতিবার দুপুরে কর্তব্যরত ট্রাফিক পুলিশদের হাতে জলের বোতল, সানগ্লাস, ছাতা, মাস্ক, স্যানিটাইজার তুলে দেন তিনি।
চৈত্রের মাঝামাঝি থেকেই কার্যত ফুঁসে উঠেছে প্রকৃতি। গোটা দক্ষিণবঙ্গে হুড়হুড়িয়ে বাড়ছে তাপমাত্রা। বৈশাখের আগেই জেলায় জেলায় তাপপ্রবাহ শুরু হয়েছে। কলকাতা সহ সাতটি জেলায় তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শুকনো গরম হাওয়ায় গোটা শরীর পুড়িয়ে দিচ্ছে। আশঙ্কা বাড়িয়ে আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভবনা নেই। যার জেরে তাপমাত্রা আরও বাড়বে বলেই আগাম জানানো হয়েছে। এই অবস্থায় কলকাতার নগরপালের এই উদ্যোগে খুশি কলকাতা ট্রাফিক পুলিশের কর্মীরাও।
Comments are closed.