এইবছর স্বাধীনতা দিবসের দিন সিপিএমের পার্টি অফিসে উড়তে পারে তিরঙ্গা। রবিবার শেষ হয়েছে সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক। সেই ভার্চুয়াল বৈঠকে জাতীয় পতাকা উত্তোলনের প্রস্তাব দেন সুজন চক্রবর্তী। প্রস্তাবে সম্মতি দেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। এতদিন সিপিএমের পার্টি অফিসগুলিতে শুধুই লাল পতাকা উড়তে দেখা যেত। এমনকি স্বাধীনতা দিবসের দিনেও উড়ত সেই লাল ঝান্ডাই। কিন্ত এবার স্বাধীনতার ৭৪ বছর পর প্রথমবার জাতীয় পতাকা উড়বে পার্টি অফিসের ছাদে।
কলকাতার আলিমুদ্দিন স্ট্রিট থেকে শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবন সব পার্টি অফিসেই আগামী রবিবার লাল পতাকা ছাড়াও দেখা যেতে পারে জাতীয় পতাকা। এক বছর ধরে দিনটি উদ্যাপন করারও সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
মুখ্যমন্ত্ৰী জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যরা স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলন করলেও, পার্টি অফিসগুলিতে উড়তে দেখা যেত না কোনও তিরঙ্গা। কিন্তু স্বাধীনতার ৭৪ বছর পর পার্টির এই সিদ্ধান্তে অনেকেই মনে করছেন, স্বাধীনতা দিবস পালন না করায় সিপিএমকে বিচ্ছিন্নতাবাদী বলে মনে করতেন অনেকে। দলের সেই বদনাম ঘোচাতে এবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে সিপিএমের কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল বৈঠকে বাংলায় সিপিএমের ধরাশায়ী হওয়া নিয়ে আলোচনা হয়। সেই আলোচনায় বাংলায় সিপিএমের একাধিক সদস্যদের তোপের মুখে পড়তে হয়। বিমান বসু ও সূর্যকান্ত মিশ্রদের পাশে দাঁড়ান সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
Comments are closed.