ভোটের মুখে কমিশনার অব রেলওয়ে সেফটি বা CRS এর ছাড়পত্র পেল দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো রেল। অন্যান্য সময় এই ছাড়পত্র পেতে কিছুটা দেরি হলেও এবার নির্বাচন থাকায় CRS এর তরফে দ্রুত ছাড়পত্র দেওয়া হয়েছে বলে, অনেকে মনে করছে। সম্ভবত ১৮ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নতুন লাইনের উদ্বোধন করতে পারেন।
গত সপ্তাহে সিআরএস-এর শৈলেশকুমার পাঠক এই নতুন লাইন ঘুরে দেখেন। খবর, বুধবার রাতে এই নতুন লাইনের ছাড়পত্র আসে কর্তৃপক্ষের কাছ থেকে।
[আরও পড়ুন- কোচবিহারে শাহি সভার মাঠ ছয়লাপ প্রতিশ্রুতি পূরণ হয়নি পোস্টারে!]
ছাড়পত্র মিললেও, দক্ষিণেশ্বর-নোয়াপাড়া রুটে মেট্রো চালানোর ক্ষেত্রে কয়েকটি বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। অভিজ্ঞ চালককে এই লাইনে ট্রেন চালানোর দায়িত্ব দিতে হবে, ট্রেনের গতিবেগ ঘন্টায় ৮০ কিমি-এর বেশি করা যাবে না।
প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর প্রথম এই লাইনে ট্রায়াল শুরু হয়েছিল।
Comments are closed.