দাউদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক,কেন্দ্রকে সুপ্রিমকোর্টের নির্দেশ

মোস্ট ওয়ান্টেড অপরাধী দাউদ ইব্রাহিমের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিমকোর্ট। শুক্রবার জাস্টিস আর কে আগরওয়ালের বেঞ্চ এই রায় দিয়েছে। দাউদের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিরুদ্ধে কিছুদিন আগে মুম্বইয়ে বসবাস করা দাউদের পরিবারের পক্ষ থেকে সুপ্রিমকোর্টে একটি আবেদন জানানো হয়েছিল। শুক্রবার এই আবেদনই খারিজ করে দেয় সুপ্রিমকোর্ট। গত বছর মুম্বই পুলিশ ও প্রশাসন দাউদের সম্পত্তি অধিগ্রহণে উদ্যেগী হলে, দাউদের মা আমিনা বি ও বোন হাসিনা পার্কার দিল্লি হাইকোর্টে এর বিরুদ্ধে একটি মামলা করেছিলেন। চোরাচালান ও অবৈধ বিদেশি সম্পত্তি সংক্রান্ত ‘সাফমা’ আইন অনুযায়ী দিল্লি হাইকোর্ট তাঁদের এই আপিল খারিজ করে দেয়। তারপরই সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দাউদের পরিবার। সেই মামলার পরিপ্রেক্ষিতেই সুপ্রিমকোর্টের এদিনের রায়। সুপ্রিমকোর্টের এই নির্দেশে যথেষ্টই বেকায়দায় পড়বে দাউদ ও তার পরিবার। সূত্রের খবর অনুযায়ী,দক্ষিণ মুম্বইয়ের নাগপাড়া অঞ্চলে দাউদের সাতটি সম্পত্তি রয়েছে, এরমধ্যে দুটো দাউদের মা আমিনা বির নামে ও বাকি পাঁচটা বোন হাসিনা পার্কারের নামে রয়েছে। কিছুদিন আগে একটি পিটিশনের মাধ্যমে স্থানীয়রা জানিয়েছিলেন এই সম্পত্তি তাদের থেকে অবৈধ ভাবে দখল করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.