সাংসদদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত, বেতন বৃদ্ধি ২৪ শতাংশ

দেশের সাংসদদের বেতন বৃদ্ধি হল। সোমবার সংসদ বিষয়ক মন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, সাংসদরা প্রতি মাসে ১ লক্ষ টাকা বেতন পেতেন। নতুন নিয়ম অনুযায়ী, সেই অঙ্ক এখন থেকে হবে ১ লক্ষ ২৪ হাজার টাকা। ২৪ শতাংশ বৃদ্ধি। পাশাপাশি, সাংসদদের দৈনিক ভাতা ২৫ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ২ হাজার টাকা থেকে ২,৫০০ টাকা।

যাঁরা একসময় সংসদে প্রতিনিধিত্ব করেছেন, সেই প্রাক্তন সাংসদদের মাসিক পেনশনও বেড়েছে। আগে পেনশন ছিল ২৫ হাজার টাকা, এখন তা হবে ৩১ হাজার টাকা। প্রতি বছর সাংসদ থাকার জন্য অতিরিক্ত পেনশনও ২ হাজার টাকা থেকে বেড়ে ২,৫০০ টাকা হয়েছে।
এই নতুন বেতন কার্যকর হচ্ছে ২০২৩ সালের ১ এপ্রিল থেকে। গত প্রায় দু’বছরের বর্ধিত বেতনের টাকা ‘এরিয়ার’ হিসেবে এককালীন পাবেন বর্তমান সাংসদরা।

Comments are closed.