দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে শনিবার। সোমবার তা প্রবল নিম্নচাপে পরিণত হতে পারে। আগামী ৭ মে মোকার গতিপ্রকৃতি বোঝা যেতে পারে। তবে তার আগেই চার রাজ্যকে সর্তক করল দেশের মৌসম ভবন। তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও। মৌসমভবনের তরফে বিশেষ করে সতর্ক করা হয়েছে চার রাজ্যের উপকূলের অঞ্চলগুলোকে। মৎসজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
পশ্চিমবঙ্গ ছাড়াও সতর্ক করা হয়েছে, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশাকে। ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি নিয়ে মৌসুমভবন জানিয়েছে, মোকার প্রভাবে ৭ মে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকাগুলোতে ঝড়ের গতি ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে। পরের দিন হাওয়ার গতিবেগ আরও বেড়ে ৭০ কিমি এবং ১০ মে তা ঘন্টায় ৮০ কিমি বেগেও বইতে পারে।
মৌসমভবনের তরফে এমনটাও জানানো হয়েছে, ঝড়ের অভিমুখ বাংলাদেশের দিকেও ঘুরে যেতে পারে। তবে তার আগে ওড়িশা উপকূল এবং সংলগ্ন পশ্চিমবঙ্গেও ব্যাপক তাণ্ডব দেখাতে পারে। এদিকে আমপানের স্মৃতি এখনও যায়নি। নতুন করে ঘূর্ণিঝড়ের পূর্বাভাসে কোমর বাঁধছে নবান্নও। ইতিমধ্যেই উপকূলের জেলাগুলোর জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। রাজ্যের তরফে সবরকমের প্রস্তুতিই সেরে রাখা হচ্ছে। ‘মোকা’ আমপান বা ইয়াসের স্মৃতি ফিরিয়ে আনে কিনা এখন সেটাই দেখার।
Comments are closed.