যশের রেশ কাটিয়ে রুপোলি চেহারা নিল দীঘা। দীঘায় দেখা মিলল ইলিশের। পরিমাণে কম হলেও ইলিশের দেখা মেলায় খুশি দীঘার মৎস্যজীবীরা। যশের ব্যবসার অনেক ক্ষতি হওয়ার পর এই মরশুমে আরও ইলিশের দেখা মিলবে বলেই আশাবাদী মৎস্যজীবীরা।
ইলিশের ‘ব্যান পিরিয়ড’ শেষ হতেই ১৫ জুন থেকে মোহনায় পাড়ি দিয়েছেন মৎস্যজীবীরা। এদের মধ্যে কিছু ট্রলার ফিরে এসেছে। আর এইসব ট্রালারেই এসেছে ইলিশ ছাড়াও পমফ্রেট,ভোলার মতো প্রায় ৮০ টন সামুদ্রিক মাছ ওঠায় খুশির হাওয়া মৎস্যজীবীদের মধ্যে।
কোভিড বিধি মেনে বৃহস্পতিবার দীঘা মোহনায় রাজ্যের সবচেয়ে বড় সামুদ্রিক মাছের পাইকারি বাজার বাজার খুলেছে। আর প্রথম দিনেই বাজারে ২ কুইন্টাল ইলিশের দেখা মিলছে।
এই প্রসঙ্গে দিঘা ফিসারম্যান অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, আড়াই হাজার ট্রলার মঙ্গলবার ইলিশের খোঁজে পাড়ি দিয়েছিল। বুধবার বিকেলের মধ্যে প্রায় ৫০টি ট্রলার মাছ নিয়ে ফিরে এসেছে।
গতবার লকডাউন এবং ব্যান পিরিয়ডের জন্যে সমুদ্রে ভালো ইলিশ পাওয়ার সম্ভাবনা থাকলেও আবহাওয়া অনুকূল না থাকায় ভালো ইলিশের দেখা মেলেনি।কিন্তু এবছর প্রথম থেকেই আবহাওয়া ইলিশের পক্ষে। তাই বেশি পরিমাণে ইলিশ জালে পড়বে বলে ধারণা মৎস্যজীবীদের।
এই বছর বাজারে ইলিশের দাম আকাশছোয়া। কেজিপ্রতি ইলিশের পাইকারি দর প্রায় ১৫০০ টাকা। আর ছোট সাইজের হলে দাম কেজিপ্ৰতি ১২০০ টাকা। তবে পরিমাণ বাড়লে দামও কমবে বলে জানিয়েছেন মৎস্যজীবীরা।
Comments are closed.