দু’দিনের ছুটি মানেই ব্যাগ পত্তর গুছিয়ে দিঘা। কোভিডের ধাক্কা কাটিয়ে ছন্দে ফিরেছে দিঘা। উৎসবের মরশুমে রেকর্ড ভিড় হয়েছে সৈকতশহরে। ছুটির দিন তো বটেই কাজের দিনেও দিঘায় পর্যটকদের দেখা মিলছে। দিঘাকে আরও ঢেলে সাজাতে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিঘা নিয়ে একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেছেন। এবার জানা গেল, দিঘায় তৈরি হচ্ছে অত্যাধুনিক ওয়াটার পার্ক। অ্যাকোয়াটিকার আদলে তৈরি করা হবে পার্কটিকে।
জানা গিয়েছে, ইতিমধ্যেই ওয়াটার পার্ক নিয়ে প্রাথমিক কাজ সেরে ফেলেছে দিঘা-শংকরপুর উন্নয়ণ পর্ষদ। পার্কের জন্য জমি চিহ্নিতকরণ, বাজেট প্রস্তুতি ইত্যাদি সমস্ত কাজ হয়ে গিয়েছে। সূত্রের খবর, পর্ষদের তরফে ইতিমধ্যেই পুরো প্রকল্পটির রূপরেখা রাজ্য সরকারকে পাঠানো হয়েছে। রাজ্যের অনুমোদন মিললেই কাজ শুরু হয়ে যাবে বলে খবর। অ্যাকোয়াটিকার পার্কে বিনোদনের জন্য যে সময় রাইড রাখা হয়, দিঘার ওয়াটারপার্কেও সে সমস্ত থাকছে। বড়দের পাশাপাশি বাড়ির ছোটদের জন্যও থাকছে বিনোদনের ব্যবস্থা।
বাঙালির এই প্রিয় পর্যটন স্থলকে ঢেলে সাজাতে ইতিমধ্যেই রাজ্যের পর্যটন দফতর একধিক পরিকল্পনা নিয়েছে। দিঘাতে তৈরি হচ্ছে চিড়িয়াখানা। সেই সঙ্গে একটি আন্ডার ওয়াটারপার্কও তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন,দিঘাতেও পুরীর আদলে জগন্নাথ মন্দির তৈরি হবে। মন্দির তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে বলে খবর। এর মধ্যেই দিঘা পর্যটনস্থলের তালিকায় নতুন সংযোজন ওয়াটার পার্ক।
Comments are closed.